পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শক্তিশালী হচ্ছে ফণী, ওড়িশার 11 জেলায় প্রত্যাহার আদর্শ আচরণ বিধি

ওড়িশা যাতে ফণীর যথাযথ মোকাবিলা করতে পারে এবং ত্রাণ ও উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য উপকূলবর্তী 11 টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন ৷

By

Published : May 1, 2019, 3:13 PM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, 1 মে : আরও শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ফণী ৷ ক্রমশ এগিয়ে আসছে ওড়িশার উপকূলবর্তী এলাকার দিকে ৷ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশার সরকার ৷ যাতে রাজ্য ফণীর যথাযথ মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে পারে এবং ত্রাণ ও উদ্ধারকাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য উপকূলবর্তী 11 টি জেলা থেকে আদর্শ আচরণ বিধি তুলে নিল নির্বাচন কমিশন ৷ 3 মে (শুক্রবার) ওড়িশায় আছড়ে পড়তে পারে ফণী ৷

পুরী, জগতসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, খোড়ধা, কটক ও জয়পুর থেকে আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হয়েছে ৷ আগামীকাল সন্ধ্যার মধ্যে পুরী মন্দির থেকে পর্যটকদের সরিয়ে আনার নির্দেশ দেওয় হয়েছে৷ খুব প্রয়োজন ছাড়া পর্যটকদের ওই এলাকাগুলিতে যেতে বারণ করা হয়েছে ৷

ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে তিন রাজ্যে সেনাবাহিনী ও বায়ুসেনার বিশেষ টিম রয়েছে ৷ কোস্ট গার্ড ও নৌসেনা ত্রাণ ও উদ্ধারকাজের জন্য জাহাজ, হেলিকপ্টারের ব্যবস্থা করেছে । জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) 41 টি টিম মোতায়েন করেছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে 8 টি, ওড়িশায় 28টি ও পশ্চিমবঙ্গে 5 টি টিম রয়েছে । এছাড়াও পশ্চিমবঙ্গের জন্য 13 টিম ও অন্ধ্রপ্রদেশের জন্য 10 টিম প্রস্তুত রাখা হয়েছে । পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ।

ABOUT THE AUTHOR

...view details