পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফণীর তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি - fani

সরকারি হিসাব অনুযায়ী, ফণীর তাণ্ডবে ওড়িশায় এখনও পর্যন্ত প্রায় 64 জনের মৃত্যু হয়েছে । পুরীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে মৃত্যু হয়েছে 39 জনের ।

ফণীর তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি

By

Published : May 15, 2019, 5:28 PM IST

ওড়িশা, 15 মে : ফণী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি টাকা । গতকাল ওড়িশার আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ।

ফণীর তাণ্ডব

আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব গতকাল সাংবাদিক বৈঠক করে জানান, 53 টি এলাকায় 291 কিমি নর্দমা, 750 কিমি রাস্তা ও 267 কিমি কালভার্টের ক্ষতি হয়েছে । এছাড়াও পার্ক, খেলার মাঠ, কমিউনিটি হলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে । 20 টি শহরের জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে । 21000 - এর বেশি পথবাতি ভেঙে গেছে । সব মিলিয়ে 525 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

উপড়ে গেছে গাছ

সরকারি হিসাব অনুযায়ী, ফণীর তাণ্ডবে ওড়িশায় এখনও পর্যন্ত প্রায় 64 জনের মৃত্যু হয়েছে । পুরীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে মৃত্যু হয়েছে 39 জনের । ওড়িশায় ফণীর কারণে 1 কোটি 65 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

faniodisha

ABOUT THE AUTHOR

...view details