পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুরেভি : তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা শাহের - রেড অ্যালার্ট

সাইক্লোন বুরেভির সতর্কতায় তামিলনাড়ু ও কেরালাকে সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । আজ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ ।

Cyclone Burevi
Cyclone Burevi

By

Published : Dec 3, 2020, 4:36 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : দক্ষিণ উপকূলে আসন্ন ঘূর্ণিঝড় বুরেভির স্থলভূমিতে আছড়ে পড়ার আগেই তামিলনাড়ু ও কেরালায় সব রকম সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্ভাব্য সকল সতর্কতা নিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

এরপর একটি টুইটে অমিত শাহ লেখেন, "ঘূর্ণিঝড় বুরেভির আছড়ে পড়ার আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি । তামিলনাড়ু ও কেরালার মানুষকে সম্ভাব্য সবরকম সাহায্য করার জন্য প্রস্তুত মোদি সরকার । ইতিমধ্যে উভয় রাজ্যেই এনডিআরএফ-এর বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে ।"

শুক্রবার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন বুরেভি । দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরালায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি । শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর শুক্রবার তিরুবনন্তপুরমের কাছ দিয়ে 90 কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় । তাই কেরালার সাতটি জেলায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা । ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এনডিআরএফ-এর ফোর্থ ব্যাটেলিয়নের সদস্য ডি এস কুশওয়াহা জানান, "মোট আটটি টিম মোতায়েন রয়েছে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় । শেষ দুই দিনে তিরুবনন্তপুরমে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন । ভূমিধস ও বন্যার সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে নজর রাখছি আমরা । বিপর্যয়ের সময় যাতে তৎক্ষণাৎ পৌঁছাতে পারি, তার জন্য আমাদের টিম সেখানে প্রস্তুত রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details