পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আগামী সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক - রাহুল গান্ধি

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে এক বছর ফূর্ণ করতে চলেছেন সোনিয়া গান্ধি । তাঁর পরে এই পদে কে আসীন হবেন তা নিয়ে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে ।

cwc meeting in next week
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

By

Published : Aug 22, 2020, 6:19 AM IST

দিল্লি, 22 অগাস্ট : কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক আগামী সপ্তাহে হতে চলেছে । কোরোনা পরিস্থিতিতে এই বৈঠক ভার্চুয়ালি হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে খবর । আগামী সপ্তাহের সোমবার অথবা তার পরবর্তী কোনও দিনে বৈঠকে বসতে পারেন ওয়ার্কিং কমিটির সদস্যরা ।

সম্প্রতি দলের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরে । এই পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ওয়ার্কিং কমিটির বৈঠক সেরে নিতে চাইছেন সদস্যরা । শনিবার একটি ট্রায়াল বৈঠক রয়েছে । ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সদস্যদের ধাতস্থ করানোর জন্য ট্রায়াল বৈঠক ডাকা হয়েছে । আগে জ়ুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক করত কংগ্রেস । এরপর কেন্দ্রীয় সরকারের তরফে জ়ুম অ্যাপে তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর ওয়েব এক্স-এর মাধ্যমে ভার্চুয়াল বৈঠকের চিন্তাভাবনা করেছে কংগ্রেস । দলের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে এক বছর পূর্ণ করতে চলেছেন সোনিয়া গান্ধি । গতবছর রাহুল গান্ধি দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর সোনিয়া গান্ধি এই পদে আসীন হন । তাঁর মেয়াদ পূর্ণ হলে কংগ্রেসের শীর্ষ পদে কে বসবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । দলের বহু নেতা ও সাংসদ পুনরায় রাহুল গান্ধিকেই চাইছেন । দু'দিন আগে দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, দেশের সমস্ত কংগ্রেস কর্মী রাহুল গান্ধিকে শীর্ষ পদে দেখতে চাইছেন ।

ABOUT THE AUTHOR

...view details