চেন্নাই, 31 জানুয়ারি : এক সপ্তাহের ব্যবধানে ফের চেন্নাই বিমানবন্দর থেকে সোনা বাজেয়াপ্ত করল কাস্টমস অফিসাররা ৷ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এদিন গল্ফ থেকে 8জন যাত্রী চেন্নাই বিমানবন্দরে ফেরেন ৷ কাস্টমস সূত্রের খবর, ওই 8 যাত্রীর কাছ থেকে প্রায় 4.15 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক বাজার মূল্য 2.17 কোটি টাকা ৷ ঘটনায় মোট 7 জন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ৷
চেন্নাই বিমানবন্দরে 4.15 কেজি সোনা বাজেয়াপ্ত - চেন্নাই বিমানবন্দর
এর আগে 23 জানুয়ারি চেন্নাই বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হয় সোনা ৷ ঘটনায় তখন 9 জনকে গ্রেপ্তার করা হয় ৷
আরও পড়ুন : প্রায় 5 কোটি টাকার মাদক উদ্ধার মিজোরামে
উল্লেখ্য, 23 জানুয়ারি চেন্নাই বিমানবন্দরে 8.45 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4.50 কোটি টাকা ৷ কাস্টমস সূত্রের খবর, সোনা পাচারের সঙ্গে জড়িত 17 জন যাত্রী ওই দিন দুবাই থেকে চেন্নাই বিমানবন্দরে আসে ৷ এরপরেই তাদের তল্লাশি শুরু করেন কাস্টমস অফিসাররা ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় 8.18 কেজি সোনা ৷ যার আনুমানিক বাজারমল্য প্রায় 4.16 কোটি টাকা ৷ ঘটনায় এক মহিলা সহ 9জনকে গ্রেপ্তার করা হয় ৷ অপরদিকে, একইদিনে শাহরজা থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 870 গ্রাম সোনা ৷ যার আনুমানিক বাজারমূল্য 14 লাখ টাকা ৷