দান্তেওয়াড়া, 22 মার্চ: সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক বাঙালি CRPF জওয়ান ৷ সুব্রত সরকার নামে ওই জওয়ান ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় কর্মরত ছিলেন ৷ শনিবার রাতে CRPF 195 ব্যাটেলিয়ানের বড়ে গুডরা পোস্টে ছিলেন তিনি ৷ সেখানেই ইনসাস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ৷
দান্তেওয়াড়ায় আত্মঘাতী বাঙালি CRPF জওয়ান - jawan suicide
দান্তেওয়াড়ায় সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক বাঙালি CRPF জওয়ান ।
দান্তেওয়াড়া জেলার কুয়াকোন্ডা থানা এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, শনিবার রাতে ফোনে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন সুব্রত ৷ তারপরই সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত জওয়ানের স্ত্রী ও এক সন্তান রয়েছে ৷ শান্ত স্বভাবের ওই জওয়ানের এই পদক্ষেপে হতবাক তাঁর সহকর্মীরা ৷
এদিকে আজ ছত্তিশগড়ের সুকমায় সেনা জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা । ঘটনায় 7 জওয়ান শহিদ হয়েছেন । গুরুতর আহত 14 । তাঁদের রায়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে ।
TAGGED:
Dantewada jawan suicide