পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

3 সহকর্মীকে গুলি করে খুন CRPF জওয়ানের - crpf jawan killed

পরে তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেন

মৃত জওয়ান

By

Published : Mar 21, 2019, 1:22 AM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 21 মার্চ : সহকর্মীদের সঙ্গে বিবাদ। তার জেরে তিন সহকর্মীকে গুলি করে খুন করলেন এক CRPF জওয়ান। গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের উধমপুরে।

গতকাল 187 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে কনস্টেবল অজিত কুমারের সঙ্গে তাঁর সহকর্মীদের বচসা হয়। তারপর তিনি গুলি চালান। মৃত্যু হয় 3 জওয়ানের। মৃতরা হলেন পোকরমল আর, যোগেন্দ্র শর্মা, উমেদ সিং।

তিন সহকর্মীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেন অজিত। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

CRPF-এর 187 নম্বর ব্যাটেলিয়নের কম্যাডেন্ট হরিন্দর কুমার ANI-কে বলেন, "তিন জওয়ানের মৃত্যু হয়েছে। যিনি গুলি চালিয়েছেন তিনি গুরুতর আহত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details