উধমপুর (জম্মু ও কাশ্মীর), 21 মার্চ : সহকর্মীদের সঙ্গে বিবাদ। তার জেরে তিন সহকর্মীকে গুলি করে খুন করলেন এক CRPF জওয়ান। গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের উধমপুরে।
গতকাল 187 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে কনস্টেবল অজিত কুমারের সঙ্গে তাঁর সহকর্মীদের বচসা হয়। তারপর তিনি গুলি চালান। মৃত্যু হয় 3 জওয়ানের। মৃতরা হলেন পোকরমল আর, যোগেন্দ্র শর্মা, উমেদ সিং।