পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুদগামে জঙ্গি হামলায় শহিদ CRPF জওয়ান - CRPF jawan killed

আজ সকালে বুদগাম জেলার কাইসেরমুল্লা এলাকায় 117 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জি ডি বাডুলে-কে গুলি করে জঙ্গিরা ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

CRPF jawan killed
CRPF jawan killed

By

Published : Sep 24, 2020, 11:20 AM IST

বুদগাম , 24 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বুদগামে জঙ্গি হামলায় শহিদ হলেন এক জওয়ান ৷ তাঁর সার্ভিস রাইফেলটিও জঙ্গিরা নিয়ে গেছে বলে জানা গেছে । ৷

এক পুলিশ আধিকারিক বলেন , আজ সকালে বুদগাম জেলার কাইসেরমুল্লা এলাকায় 117 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জি ডি বাডুলে-কে গুলি করে জঙ্গিরা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

সূত্রের খবর, হামলার পর জওয়ানের এ কে একে অ্যাসল্ট রাইফেলটি নিয়ে চলে যায় জঙ্গিরা ৷ ইতিমধ্যেই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে । তল্লাশি চলছে ।

এর আগে বুদগামের ছরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে এক জওয়ান জখম হন ।

ABOUT THE AUTHOR

...view details