বুদগাম , 24 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বুদগামে জঙ্গি হামলায় শহিদ হলেন এক জওয়ান ৷ তাঁর সার্ভিস রাইফেলটিও জঙ্গিরা নিয়ে গেছে বলে জানা গেছে । ৷
এক পুলিশ আধিকারিক বলেন , আজ সকালে বুদগাম জেলার কাইসেরমুল্লা এলাকায় 117 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জি ডি বাডুলে-কে গুলি করে জঙ্গিরা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷