মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে ইমরান খানের ছবি ঢেকে দিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)। ক্লাব চত্বরে ইমরান খানের যতগুলি ছবি রয়েছে প্রত্যেকটিকেই ঢাকা দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ের মধ্যে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে একটি স্করপিও। ধাক্কার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে উড়ে যায় কনভয়ে থাকা গাড়িটি। তারপরই বাইরে থেকে কনভয় লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে জঙ্গিরা। এই আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৫ জন জওয়ান। ঘটনায় দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। তারপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানকে দোষারোপ করা শুরু হয়।
তারপরই মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অবস্থিত CCI তাদের ক্লাব চত্বরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরানের খানের প্রতিটি ছবিতেই ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকী, রেস্তরাঁর দেওয়ালে থাকা ছবিতেও ঢাকা দেয় CCI কর্তৃপক্ষ।
বহু বছর আগে ভারতের বিরুদ্ধে ব্রাবোর্ন স্টেডিয়ামে দু'বার ইমরানের নেতৃত্বে খেলেছিল পাকিস্তান। সেই টিমের সঙ্গে ও অন্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে ইমরানের খেলার বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে CCI চত্বরে। ছবি রয়েছে ওই ক্লাবের রেস্তরাঁর দেওয়ালেও। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ইমরানের ছবি রয়েছে সেখানে। সেটিকেও আপাতত ঢাকা দিয়ে রাখা হয়েছে।
১৯৯২ সালে ইমরানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে পাকিস্তান। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবারই ইমরানের ছবিগুলিতে ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান CCI প্রেসিডেন্ট প্রিমল উদানি। তিনি বলেন, "CCI একটা স্পোর্টস ক্লাব। এখানে সারা বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবি রয়েছে। জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ আমরা ইমরানের ছবিতে ঢাকা দিয়েছি। পরে ঢাকাগুলি সরিয়ে দেব।"