পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘‘মোদিজি, আমাদের বাড়ি ফেরান’’, আর্জি জাপানে আটকে থাকা ভারতীয়দের - ডায়মন্ড প্রিন্সেস জাহাজ

জাপানে ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে আটকে পড়েছেন 160 ভারতীয় ৷ আতঙ্কে, উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের ৷ প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন, যেভাবে হোক উদ্ধার করুন ৷

Diamond princess cruise ship
জাপানের জাহাজে আটকে পড়া ভারতীয়

By

Published : Feb 10, 2020, 9:16 PM IST

Updated : Feb 10, 2020, 10:13 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ‘‘মোদিজি, দয়া করুন৷’’ জাপানের ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে কাতর আর্জি জানালেন আটকে পড়া ভারতীয়রা ৷ জাপানের ইয়োকোহামার বন্দরে ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে 5 ফেব্রুয়ারি থেকে আটকে পড়েছেন 160 জন ভারতীয় কেবিন ক্রু সহ যাত্রীরা ৷ কোরোনা আতঙ্কের জেরে জাপানের স্বাস্থ্য মন্ত্রক তাঁদের আপাতত কয়েকদিন জাহাজ থেকে বের হতে নিষেধ করেছে বলে জানা যাচ্ছে ৷

ইউরোপের বিলাসবহুল জাহাজ ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত 160 জন ভারতীয় এই মুহূর্তে জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে পড়েছেন ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে তাঁদের জাহাজেই থাকার নির্দেশ দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রক ৷ সেখান থেকে উদ্ধারের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিয়োর মাধ্যমে আর্জি জানিয়েছেন তাঁরা ৷ রায়গঞ্জের বাসিন্দা ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ কর্মরত বিনয় কুমার সরকার আগেই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের উদ্ধারের জন্য আর্জি জানিয়েছিলেন ৷ সহকর্মীদের নিয়ে আবারও একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছেন ৷ কতটা আতঙ্কে তাঁরা দিন কাটাচ্ছেন তা জানিয়েছেন বিনয় ৷ তাঁদের ও পরিবারের কথা ভেবে যাতে আটকে পড়া ভারতীয়দের কোনওভাবে উদ্ধার করা হয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন বিনয় ও তাঁর সহকর্মীরা ৷ নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর 80 বছরের এক চিনা যাত্রীর দেহে প্রথমে কোরোনার সন্ধান মেলে ৷ তাঁকে চিকিৎসার জন্য জাহাজ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের পরীক্ষা করে এখনও পর্যন্ত 130 জনের শরীরে কোরোনার সন্ধান মিলেছে ৷

‘ডায়মন্ড প্রিন্সেস’-এর কেবিন ক্রু সহ বাকি যাত্রীদের একে অপরের সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে ৷ তাঁদের প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে ৷ একপ্রকার বন্দীদশা প্রত্যেকের ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র পক্ষ থেকে টোকিওর সঙ্গে যোগাযোগ করে যাত্রী ও ক্রুদের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ৷ জাহাজের কর্মীরা অভিযোগ করেছেন, ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর সঙ্গেই ইয়োকোহামায় এসেছে ‘ওয়ার্ল্ড ড্রিম’ নামে আরেকটি জাহাজ ৷ তার যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু ‘ডায়মন্ড প্রিন্সেস’-এর যাত্রী ও কেবিন ক্রুদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

Last Updated : Feb 10, 2020, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details