পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গো-পালনে কমে অপরাধ প্রবণতা, মন্তব্য RSS প্রধানের - গো-রাজনীতি

গোরু পালন করলে জেলের অপরাধীদের মধ্যেও অপরাধ প্রবণতা কমে যায়, এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত ৷

Mohan Bhagwat
গো-পালনে কমে অপরাধ প্রবণতা, মন্তব্য RSS প্রধানের

By

Published : Dec 8, 2019, 4:20 AM IST

পুনে, 8 ডিসেম্বর : দেশের সংশোধনাগারগুলিতে আরও বেশি করে গো-শালা খোলা প্রয়োজন ৷ গো পালনের মাধ্যমেই জেলবন্দীদের অপরাধ প্রবণতা কমতে পারে ৷ এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত ৷

পুনেতে একটি জনসভায় ভাগবত বলেন, '' দেশের বেশ কিছু সংশোধনাগারে গো-শালা খোলা হয়েছে ৷ এর একটা ইতিবাচক দিক রয়েছে ৷ বেশ কিছু জেলবন্দী গো-পালন শুরু করেছেন ৷ সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথাও হয়েছে বেশ কয়েকবার৷ জেলে বন্দী অপরাধীদের মধ্যে এর ফলে অপরাধ প্রবণতা কমছে৷''

তিনি বলেন, এই বিষয়টির আরও বেশি করে চর্চা হওয়া প্রয়োজন ৷ বিশ্বব্যাপী এর প্রয়োগ জরুরি ৷ এই কারণে তথ্য নথিভুক্তকরণের কথাও উল্লেখ করেন মোহন ৷ তিনি প্রস্তাব রাখেন, গো-পালনের আগে এবং পরে অপরাধীদের মনোস্তত্ত্ব বিশ্লেষণ করা হোক ৷ তাদের মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে লক্ষ্য রাখা হোক সেদিকেও ৷ তথ্য নথিভুক্ত করা হোক ৷ পরিসংখ্যান রাখার কথাও উল্লেখ করেন ভাগবত ৷ হাজারো জায়গা থেকে একই পরিসংখ্যান এলে এই তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করবে, এমনই মন্তব্য করেন RSS প্রধান ৷

দেশের প্রতিটি পরিবারকে আরও বেশি করে গো পালনে উৎসাহী হতে পুনের সভা থেকে আহ্বান জানান ভাগবত ৷ তিনি বলেন, ভারতীয় সমাজে প্রতিটি বিষয়কেই সম্পর্কের মাধ্যমে বিচার করা হয় ৷ পশ্চিমি দুনিয়ায় দুধ ও মাংসের জন্য গোরুকে প্রতিপালন করা হলেও ভারতে তা হয় না ৷ ভারতের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত পবিত্র ৷ কৃষিকাজে গোরুর ভূমিকার কথা উল্লেখ করে RSS প্রধানের মন্তব্য, শতকের পর শতক গোবর সারই উপকারে এসেছে কৃষকদের ৷ তবে এখন পরিস্থিতি বদলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details