দিল্লি, 3 সেপ্টেম্বর : দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ একদিনে কোরোনায় আক্রান্ত হল 83 হাজারের বেশি । মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 39 লাখ ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 96 জনের ।
দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 39 লাখ - কোরোনা ভারত
দেশে মোট কোরোনায় আক্রান্ত 39 লাখ 36 হাজার 748 । সুস্থ হয়েছে 30 লাখ 37 হাজার 152 জন ৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 83 হাজার 341 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এখনও পর্যন্ত দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 39 লাখ 36 হাজার 748 । সক্রিয় আক্রান্ত 8 লাখ 31 হাজার 124 ৷ এদিকে সুস্থের সংখ্যাও বেড়েছে ৷ সুস্থ হয়েছে 30 লাখ 37 হাজার 152 জন ৷ মৃত্যু হয়েছে 68 হাজার 472 জনের ৷
দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 43 হাজার 844 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 5 হাজার 774 । মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 65 হাজার 730 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 3 হাজার 521 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 45 হাজার 851 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 52 হাজার 70 ৷ সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশ , দিল্লিতেও ।