ওষুধ নির্মাতা সংস্থা ফাইজ়ার ঘোষণা করেছে, যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের তৃতীয় দফায় সাফল্যের হার অনেকটাই । এই খবরে উচ্ছ্বসিত আন্তর্জাতিক শেয়ার বাজার । আমেরিকায় যেখানে ডাও প্রায় 3 শতাংশ উঠেছে, এস অ্যান্ড পি 500 উঠেছে 1.17 শতাংশ । বড় শেয়ার বাজারগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম নাসডাক, যা বন্ধ হওয়ার সময় 1.5 শতাংশ পড়েছিল । এইসব ঘটনাবলীর প্রতিক্রিয়া দিতে গিয়ে, একজন শীর্ষ অর্থনীতিবিদ ETV ভারতকে বলেন, যে এখন মানুষ খুশি, কারণ তাঁরা এই ভয়ংকর বিষাদময় পরিস্থিতির মধ্যে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছেন । বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।
এই সেশনে ডাও আর এস অ্যান্ড পি 500 সাম্প্রতিককালের একদিনের রেকর্ড স্পর্শ করেছে । সোমবার ডাও 1600 পয়েন্ট বেড়ে (5.7 শতাংশ) 29934-তে পৌঁছয়, যা গত 12 ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ । এস অ্যান্ড পি 500 উঠেছে 3646-তে, যা 2 সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ । কিন্তু পরে দুটো সূচকই বন্ধ হওয়ার সময় মাঝামাঝি জায়গায় নেমে আসে ।
ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ সুনীল সিনহা বলেন, “ভয়ংকর ও অন্ধকার এই সময়ে, হঠাৎ করে সুড়ঙ্গ শেষে আলোর রেখা দেখা গেছে । এটা সেই সময়ে যখন ইউরোপের বহু দেশ কোরোনার দ্বিতীয় ধাক্কার সম্মুখীন, যা গত ছ’মাসের সমস্ত পরিশ্রমকে ব্যর্থ করে দিচ্ছে ।”
তিনি বলেন, এধরণের পরিস্থিতিতে প্রত্যেকেই এই রকম খবরকে স্বাগত জানাবে, যার মধ্যে শেয়ার বাজারও রয়েছে ।
সিনহা ETV ভারতকে বলেন, “সবাই খুশি, আর বাজারে তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ।”
সোমবার ফাইজ়ার ঘোষণা করে যে কোভিড ভ্যাকসিন যাঁদের দেওয়া হয়েছে, তাঁদের সংক্রমণের বিরুদ্ধে 90 শতাংশ সাফল্যের হার দেখা যাচ্ছে । এই খবরের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্র্যাট জোসেফ বিডেনের জয়ের খবরও শেয়ার বাজারকে চাঙ্গা হতে সাহায্য করেছে ।
আমেরিকায় তিনটি প্রধান বাজারের ফিউচার ওপেনিংও বেড়ে গিয়েছে । এস অ্যান্ড পি 500 এবং ডাও ফিউচার ওপেন একের তিন শতাংশ পয়েন্ট বেড়েছে । নাসডাক বেড়েছে আধ শতাংশেরও বেশি।