পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একসঙ্গে দুইজনকে হোয়াটসঅ্যাপ বার্তা নয় - Whatsapp

সম্প্রতি হোয়াটসঅ্যাপে এমন অনেক মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে, যা ভুল এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই ধরনের ফরওয়ার্ড করা মেসেজের সংখ্যা এখন আরও বেশি করে সামনে আসছে । এই ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ হওয়া দরকার । এমনই বলছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।

ছবি
ছবি

By

Published : Apr 7, 2020, 3:40 PM IST

Updated : Apr 7, 2020, 8:45 PM IST

দিল্লি, 7 এপ্রিল : কোরোনার সংক্রমণ যাতে নাগালের বাইরে না যায় সে-কারণে দেশজুড়ে চলছে তিন সপ্তাহব্যাপী লকডাউন । ঘরবন্দী সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে পরিবার ও প্রিয়জনের খোঁজখবর নিতে হোয়াটসঅ্যাপের ব্যবহার বাড়িয়েছে মানুষ । শুধুমাত্র পরিবার-প্রিয়জনই নয়, চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক সবার সঙ্গেই এখন যোগাযোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে । একইসঙ্গে কোরোনা সংক্রান্ত অনেক ভুয়ো খবরও ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে । এই ভুয়ো খবর ছড়ানো আটকাতে এবার মেসেজ ফরওয়ার্ডের ক্ষেত্রে সীমাবদ্ধতা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ ।

হোয়াটসঅ্যাপের তরফে প্রকাশ করা একটি ব্লগে বলা হয়েছে, নতুন যে সীমাবদ্ধতা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, তাতে একটি মেসেজ একবারে একজনের কাছেই ফরওয়ার্ড করা যাবে ।

হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন ধরনের মেসেজ ফরওয়ার্ড হয় তার বেশিরভাগই তথ্যসমৃদ্ধ । বিভিন্ন হাসির ভিডিয়ো হোক বা মিম, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ আমাদের বিনোদন দিয়ে এসেছে । কোরোনার বিরুদ্ধে বিশ্বের এই লড়াইয়ে একদম সামনের সারিতে যারা রয়েছে, যারা দিন-রাত স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে, তাদের কৃতজ্ঞতা জানাতেও হোয়াটসঅ্যাপকেই সবথেকে বেশি পছন্দ করেছে মানুষ । এই সব কথাই ওই ব্লগে স্বীকার করে নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।

পাশাপাশি ব্লগে বলা হয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে এমন অনেক মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে, যা ভুল এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই ধরনের ফরওয়ার্ড করা মেসেজর সংখ্যা এখন আরও বেশি করে সামনে আসছে । এই ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ হওয়া দরকার ।

ফরওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আনার পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও বেশ কিছু পদক্ষেপ করেছে । এই মুহূর্তে 20 টিরও বেশি দেশের স্বাস্থ্যমন্ত্রক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেশ কিছু NGO-র সঙ্গে মিলে সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ারও কাজ করছে । গুজব থেকে যাতে পরিস্থিতি নাগালের বাইরে না বেড়িয়ে যায়, সে-কারণে চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ কোরোনাভাইরাস ইনফরমেশন হাব ।

Last Updated : Apr 7, 2020, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details