দিল্লি, 24 মে: গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 6767 জন। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ এনিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1,31,868৷ গত 24 ঘণ্টায় মোট 147 জনের মৃত্যু হয়েছে ৷ দেশে মৃতের মোট সংখ্যা 3867 ৷
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা 73,560 ৷ মারা গিয়েছেন 3867 জন এবং এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 54,440 জন ৷