পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

COVID-19: দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত 1076

দেশে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ গত 24 ঘন্টায় নতুন করে 1076 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন 38 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 11 হাজার 439 ৷

Corona Tracker
কোরোনা ট্রাকার

By

Published : Apr 15, 2020, 11:56 AM IST

দিল্লি, 15 এপ্রিল: সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের সময়সীমা 3 মে পর্যন্ত বাড়িয়েছেন ৷ তারপরও কমছে না আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 1076 জন ৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা 11 হাজার ছাড়াল ৷

কোরোনা মোকাবিলায় ভারতের ভূমিকা নিয়ে বিশ্বের বহু দেশ বাহবা দিলেও দেশের অভ্যন্তরে পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে সর্বশেষ দেওয়া রিপোর্ট অনুযায়ী মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 11 হাজার 439-এ ৷ এর মধ্যে 9756টি অ্যাকটিভ কেস রয়েছে ৷ মৃত্য়ু হয়েছে 377 জনের ৷ গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন ৷

তবে সুস্থও হয়ে উঠছেন অনেকে ৷ জানা গেছে, 1306 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ বিভিন্ন রাজ্যে কোরোনা সংক্রমণ বেড়ে চলায় আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে ৷

দেশ ও রাজ্যে কোরোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি

গুজরাতে আজ 52টি নতুন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মারা গিয়েছেন 2জন ৷ এই নিয়ে গুজরাটে মোট 695 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন 30 জন ৷ রাজস্থানে নতুন করে আক্রান্ত হয়েছেন 29জন ৷ এরমধ্যে 15জন জয়পুরের বাসিন্দা, যোধপুর ও কোটার 7 জন করে বাসিন্দাও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে ৷ রাজস্থান স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, মোট 1034 জন আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে ৷

বিভিন্ন রাজ্যের হটস্পট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ৷ জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে পুলিশি পাহারায় রাস্তায় লোকজনের দেখা না মিললেও ভিন্ন চিত্র দেখা গেল অন্ধ্রপ্রদেশে ৷ বিজয়ওয়াড়ার কুম্মারিপালেম এলাকা, যা ‘রেড জ়োন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেখানে লকডাউন অমান্য করে রাস্তায় সাধারণ মানুষের দেখা মিলল ৷

ABOUT THE AUTHOR

...view details