পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আক্রান্ত পেরিয়ে গেল 23 হাজার, অধিকাংশই উপসর্গহীন - ত্রিপুরা

একদিনেই 21 হাজার থেকে 23 হাজারে পৌঁছাল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বেড়েছে মৃতের সংখ্যাও, মৃত 718 ৷ পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন ল্যাবে বাড়ানো হচ্ছে পরীক্ষার সংখ্যা ৷

COVID-19 Tracker
COVID-19 Tracker

By

Published : Apr 24, 2020, 10:29 AM IST

দিল্লি, 24 এপ্রিল: দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ একদিনেই 21 হাজার থেকে 23 হাজারে প্রবেশ করল মোট আক্রান্তের সংখ্যা ৷ মৃতের সংখ্যাও পেরিয়ে গেল 700-র ঘর ৷

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে 1684 জন ৷ মারা গিয়েছেন 37 জন ৷ দেশে এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের শিকার হয়েছেন 23077 জন, মৃতের সংখ্যা পৌঁছেছে 718-এ ৷

দেশে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে ৷ ইতিমধ্যে 4748 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ মণিপুরের পর এবার কোরোনা মুক্ত হয়ে উঠল ত্রিপুরাও ৷ একমাস লকডাউন পেরোনোর পরও নিয়মের কড়াকড়ি কিছু স্থানে শিথিল করা হলেও থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে সামাজিক দূরত্ব -সবই পালন করার চেষ্টা চলছে ৷ সরকারির পাশাপাশি দেশের বেসরকারি ল্যাবগুলিতেও পরীক্ষা করা হচ্ছে কোরোনা আক্রান্তের ৷ বহু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও দিচ্ছে ৷

দেশে ও রাজ্যে আক্রান্তের সংখ্যা

বর্তমানে অধিকাংশ কোরোনা আক্রান্তই উপসর্গহীন হওয়ায় রোগী শনাক্তকরণে সমস্যার মুখে পড়তে হচ্ছে চিকিৎসকদের ৷ হটস্পট ও তার সংলগ্ন এলাকাগুলিতে র‌্যাপিড পরীক্ষা চলছে নিয়মিত ৷ সন্দেহজনক ব্যক্তিদের পাঠানো হচ্ছে কোয়ারান্টাইন সেন্টারে ৷ পাশাপাশি প্রত্যেকটি শহরে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে সংক্রমণ রুখতে ৷

দেশের অর্থনীতিকে সামাল দিতে নানা প্রকল্প ঘোষণা করা হয়েছে ৷ গতকালই সরকারি কর্মীদের বকেয়া DA বাতিলের ঘোষণা করা হয় ৷ এছাড়া কেরালা, পঞ্জাবে মন্ত্রীখাতে প্রাপ্ত টাকার একাংশও দান করা হচ্ছে কোরোনা ফান্ডে ৷

ABOUT THE AUTHOR

...view details