দিল্লি ও কলকাতা, 29 মার্চ : কোরোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হল 29 জনের । এদিকে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1071 । দেশের একাধিক প্রান্ত থেকে নতুন করে সংক্রমণের খবর এসেছে ৷
COVID 19 : দেশে মৃতের সংখ্যা বেড়ে 29 - কোরোনা ট্র্যাকার
আজ এখনও পর্যন্ত সারা দেশে নতুন করে 47 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস (COVID-19) । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1071 ।
রাজ্যে হুগলির এক ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের (COVID-19) হদিশ মিলেছে । এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 । আজ রাজ্যে কোরোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে ৷ আক্রান্ত ওই মহিলা কালিম্পঙের বাসিন্দা ছিলেন ৷ উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷
স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত 1071 জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জন ৷ ইতিমধ্যে 99 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ এখনও পর্যন্ত চিকিৎসাধীন 942 জন মানুষ ৷ বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7 লাখ 23 হাজার 279 ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 33 হাজার 993 জন ৷