পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত 7466, মৃত 175

দেশে ও রাজ্যে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনে গতকাল দেশে যেমন কোরোনা আক্রান্ত হয়েছেন 7466 জন ৷ অন্যদিকে রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 344 ৷ দুটি সংখ্যাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৷

COVID-19 Tracker
COVID-19 Tracker

By

Published : May 29, 2020, 9:57 AM IST

দিল্লি, 29 মে: ফের বাড়ল দেশে একদিনে কোরোনা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 7466 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 1,65,799 ৷

একদিনেই দেশে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ ৷ এতদিন দেশে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল 6500-র বেশি ৷ বিভিন্ন রাজ্যের মধ্যে পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের ফলেই একলাফে অনেকটা বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷

দেশে ও রাজ্য়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা

অন্যদিকে একদিনে দেশে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 175 জনের ৷ মৃতের মোট সংখ্যা বর্তমানে 4706 ৷ দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 89987, অন্যদিকে এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 71105 জন ৷

রাজ্যেও বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 344 জন , যা একদিনে সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 4536 ৷ মৃতের সংখ্যা 295 ৷

ABOUT THE AUTHOR

...view details