দিল্লি, 25 মে : গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 6977 জন ৷ একদিনে দেশে সর্বাধিক আক্রান্তের সংখ্যা এটি ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1,38,845 ৷ অন্যদিকে কোরোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গিয়েছেন 154 জন ৷ দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে 4021-এ ৷
একদিনে দেশে কোরোনায় সংক্রমিত 6977 - মহারাষ্ট্র
দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল 6977-এ ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6977 জন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে এক লাখ 38 হাজার ৷
বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে বর্তমানে ভারত দশম স্থানে অবস্থান করছে ৷ দেশের মধ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা 50 হাজারের বেশি ৷ গুজরাতে আক্রান্ত 14056, দিল্লিতে 13418 ৷
রাজ্যেও বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 208 জন ৷ রাজ্যের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা 200। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 272 ৷