পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনায় দেশে একদিনে মৃত 132 - দিল্লি

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ 12 হাজার 359 ৷ মৃতের সংখ্যা 3 হাজার 435 ৷

COVID-19 tracker
COVID-19 tracker

By

Published : May 21, 2020, 7:24 PM IST

দিল্লি, 21 মে: দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন ৷ গত 24 ঘন্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 5 হাজার 609 জন ৷ মোট আক্রান্ত 1 লাখ 12 হাজার 359 ৷

দুই দিনে দেশে প্রায় 10 হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকালই নতুন করে আক্রান্ত হয়েছেন 5হাজার 609 জন ৷ অন্যদিকে গতকাল দেশে কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 132 জন ৷ ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 3 হাজার 435 ৷

রাজ্যে আক্রান্তের সংখ্যা বর্তমানে 3 হাজার 103 জন ৷ কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 253 জন ৷ দেশে আক্রান্তের পরিসংখ্যানে এখনও শীর্ষে মহারাষ্ট্র ৷ সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা 39 হাজার 297 ৷ এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 1 হাজার 390 জন ৷ এরপরই তালিকায় রয়েছে তামিলনাড়ু, যেখানে আক্রান্তের সংখ্যা 13 হাজার 191 জন ৷ গুজরাতে কোরোনা আক্রান্তের সংখ্যা 12হাজার 537 ৷

ICMR-র তরফ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে মোট 1লাখ 03 হাজার 532টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 26 লাখ 15 হাজার 920 স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details