পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মৃতের সংখ্যা 60 হাজার ছুঁইছুঁই, আক্রান্ত পেরোল 32 লাখ - দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 32 লাখ পার

দেশে কোরোনায় আক্রান্ত 32 লাখের গণ্ডি অতিক্রম করল ৷

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India&#39;s <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COVID19</a> case tally crosses 32 lakh mark with 67,151 fresh cases and 1,059 deaths in the last 24 hours.<br><br>The COVID-19 case tally in the country rises to 32,34,475 including 7,07,267 active cases, 24,67,759 cured/discharged/migrated &amp; 59,449 deaths: Ministry of Health <a href="https://t.co/pfoJqCg2FY">pic.twitter.com/pfoJqCg2FY</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1298471051307843584?ref_src=twsrc%5Etfw">August 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India&#39;s <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#COVID19</a> case tally crosses 32 lakh mark with 67,151 fresh cases and 1,059 deaths in the last 24 hours.<br><br>The COVID-19 case tally in the country rises to 32,34,475 including 7,07,267 active cases, 24,67,759 cured/discharged/migrated &amp; 59,449 deaths: Ministry of Health <a href="https://t.co/pfoJqCg2FY">pic.twitter.com/pfoJqCg2FY</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1298471051307843584?ref_src=twsrc%5Etfw">August 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

By

Published : Aug 26, 2020, 10:51 AM IST

Updated : Aug 26, 2020, 1:49 PM IST

দিল্লি, 26 অগাস্ট: দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছুঁতে চলেছে 60 হাজারের গণ্ডি ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1,059 জনের । এই নিয়ে দেশে কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 59 হাজার 449 । পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা 32 লাখের গণ্ডি পার করেছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 67 হাজার 151 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 32 লাখ 34 হাজার 475 । সুস্থতার হার 75.92 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 59 হাজার 449 জন । মোট কোরোনামুক্তর সংখ্যা 24 লাখ 67 হাজার 759 । সক্রিয় আক্রান্ত 7 লাখ 7 হাজার 267 ।

দু'সপ্তাহে দেশে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে । 7 অগাস্ট পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছিল । এখন সেই সংখ্যা 32 লাখ ছাড়িয়েছে । গত 20 দিনে দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক । যদিও এখনও পর্যন্ত সর্বাধিক সংক্রমণের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত । প্রথম ও দ্বিতীয় স্থানে অ্যামেরিকা ও ব্রাজ়িল ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 3 হাজার 823 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 65 হাজার 921 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3 লাখ 85 হাজার 352 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 128 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ । সেখানে এখনও পর্যন্ত 3 লাখ 71 হাজার 639 জন কোরোনায় সংক্রমিত । সক্রিয় আক্রান্ত 89 হাজার 932 ।

এখনও পর্যন্ত 3.5 কোটিরও বেশি কোরোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । 24 ঘণ্টায় 8 লাখ 23 হাজার 992 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত মোট 3 কোটি 76 লাখ 51 হাজার 512 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

Last Updated : Aug 26, 2020, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details