হায়দরাবাদ, 14 মে : বর্তমানে পুরো পৃথিবীতে কোরোনা ভয়াবহ আকার ধারণ করেছে । তবে এখন শুধু কোরোনা নয় এর পরবর্তী পরিস্থিতি নিয়েও চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞ মহলে । সম্প্রতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এবং UNAIDS দ্বারা একটি গ্রুপ অনুমান করেছে যে, যদি COVID-19 মহামারীর চিকিৎসা পরিষেবা সঠিকভাবে না করা হয়, তাহলে অন্যান্য মারণ রোগ যেমন AIDS এর সংক্রমণ আরও বৃদ্ধি পাবে । কারণ যার মাধ্যমে AIDS সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রিত করা হয়, কোরোনা পরিস্থিতে তার উৎপাদনও বাধা প্রাপ্ত হচ্ছে । যারা জেরে আশঙ্কা করা হচ্ছে HIV-তেই আরও 5 লাখ মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে ।
কোরোনার চিকিৎসা সঠিক না হলে AIDS সংক্রমণ বাড়তে পারে : WHO - AIDS
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে, যাদি কোরোনার চিকিৎসা সঠিক ভাবে না হয় তাহলে বাড়তে পারে HIV-তে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ।
WHO-র ডিরেক্টর জেনেরাল ডটেদ্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস বলেন, " আফ্রিকাতে AIDS এর কারণে যেভাবে প্রচুর মানুষ মারা গেছিলেন , COVID-19 এর পরবর্তী পরিস্থিতির ক্ষেত্রে সেই একইভাবে যেন ইতিহাস ফিরে আসছে । এই মুহুর্তে আমাদের জরুরি কর্তব্য, পৃথিবীর প্রত্যেকটি দেশকে সচেতন করা যাতে তাদের কাছে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মত উপকরণগুলি থাকে । যেমন HIV-র ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু কিছু দেশ উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে দিয়েছে । তারা নিজেদের দেশের জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার কিট দান করতে শুরু করেছে । এর ফলে দুটি লাভ হয়েছে । প্রথমটি হল, জনগণের কাছে পর্যাপ্ত সুরক্ষা কিট রয়েছে সেই কারণে তাঁরা নিজেরাই রোগের লক্ষণ সম্বন্ধে জানতে পারছেন ও প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণ করছেন । দ্বিতীয়ত, যেহেতু প্রত্যেক জনগণের কাছে যাথাযাথ কিট রয়েছে সেই কারণে স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কর্মীদের উপর চাপ অল্প হলেও কমে গেছে । কিন্তু এই পদ্ধতি বিশ্বের কিছু সংখ্যক দেশে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রত্যেকটি দেশে তা ছড়িয়ে দিতে হবে । "
ডটেদ্রোস জানিয়েছেন, 2018 সালের পরিসংখ্যান বলছে, আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের প্রায় 25.7 মিলিয়ন মানুষ HIV-তে সংক্রমিত । এর মধ্যে প্রায় 16.4 মিলিয়ন অর্থাৎ (64%) জনগণ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেয় । কিন্তু বর্তমানে এই সকল মানুষজন সমস্যায় । কারণ COVID-19 এর সংক্রমণের জন্য বি্শ্বজুড়ে এই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে । কারণ কোরোনা পরিস্থিতিতে বাজারে এই ওষুধ উৎপাদন বাধা প্রপ্ত হচ্ছে । 2010 সালের গণনা অনুযায়ী আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে শিশুদের HIV সংক্রমণের সংখ্যা ছিল 43% অর্থাৎ 2 লাখ 50 হাজার । যা 2018 -তে কমে দাঁড়ায় 1 লাখ 40 হাজারে । তবে কোরোনা পরিস্থিতি এই সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এর মধ্যে মোজাম্বিকের 37%, মালভিয়ার 78% , জ়িম্বাবোয়ের 78%, এবং উগান্ডার 104% বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।