দিল্লি, 17 মে : কোরোনা সংক্রমণের থাবায় জর্জরিত দেশ । ধুঁকছে অর্থনীতি । এই পরিস্থিতিতে কম্পানিগুলির জন্য খানিকটা হলেও স্বস্তির খবর দিল কেন্দ্রীয় সরকার । আত্মনির্ভর ভারত অভিযানের আর্থিক প্যাকেজের বিশ্লেষণে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কোরোনা পরিস্থিতিতে নেওয়া ঋণ পরিশোধ না করতে পারলে কম্পানিগুলির বিরুদ্ধে আপাতত একবছর কোনওরকম আইনি পদক্ষেপ করা হবে না ।
আজকের সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, "এই কোরোনা পরিস্থিতিতে কম্পানিগুলি যদি ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আপাতত একবছর তাদের ঋণ খেলাপির পর্যায়ে বিবেচনা করা হবে না । এক বছরের জন্য এদের IBC(ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্টসি কোড)-র আওতাভু্ক্ত হিসেবে ধরে কোনও মামলা করবে না সরকার । পাশাপাশি একটি অর্ডিন্যান্স পাশ করা হবে, যাতে আগামী একবছর পর্যন্ত নতুন করে কোনও ঋণ পরিশোধ বা দেউলিয়া ঘোষণা সংক্রান্ত প্রক্রিয়া বা মামলা শুরু না হয় ।" অর্থাৎ এক্ষেত্রে কম্পানিগুলিকে একবছরের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে ।