দিল্লি , 11 মে : লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন সংকটে ৷ এই সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে আগামীদিনে উদ্যোগপতিরা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ৷ এমনটাই আশা প্রবীণ শিল্পপতি রতন টাটার ৷ আজ তিনি বলেন , এই কোরোনা ভাইরাস প্যানডেমিক উদ্যোগপতিদের নতুন বা পরিবর্তিত উদ্যোগগুলি সফল করার ক্ষেত্রে পরিস্থিতিকে মানিয়ে নিতে , নতুনভাবে তৈরি করতে ও উপায় সন্ধান করতে বাধ্য করবে যা আগামীদিনে দৃষ্টান্ত স্থাপন করবে ৷
আজ সোশাল মিডিয়ায় একটি পোস্টে রতন টাটা আশা প্রকাশ করে জানান , অর্থনৈতিক কার্যকলাপকে ব্যাহত করেছে এই প্যানডেমিক ৷ তবে উদ্যোগপতিরা এই প্যানডেমিক পরিস্থিতিকে অনুসরণ করে তাঁদের কার্যক্রমকে পরিচালনার জন্য আরও ভালো উপায় খুঁজে পাবে ৷ তিনি বলেন , " অতীতের কঠিন সময়গুলিতে উদ্যোগপতিরা যে দূরদর্শিতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন তা একেবারেই অবিশ্বাস্য ৷ যা আজকের দিনে নতুন ভাবনা ও নতুন টেকনোলজির মানদণ্ডের ভূমিকা নিয়েছে ৷"