চেন্নাই, 25 এপ্রিল : চেন্নাইয়ের RSRM সরকারি হাসপাতালে একটি সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত এক মহিলা । মঙ্গলবার 42 বছর বয়সি এই মহিলা কন্যাসন্তান প্রসব করেন। সদ্যোজাতর ওজন হয়েছে 2.৮ কিলোগ্রাম ।ইনিই তামিলনাড়ুর প্রথম কোরোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা যিনি সুস্থ সন্তানের জন্ম দিলেন।
তামিলনাড়ুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা - COVID-19 positive woman gives birth uninfected baby
তামিলনাড়ুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা । দিল্লিতে গত মাসে ধর্মীয় জমায়েতে গেছিলেন এই মহিলার শওহর ।
![তামিলনাড়ুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা Tamil Nadu](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6930859-417-6930859-1587788280763.jpg)
Tamil Nadu
দিল্লিতে গত মাসে ধর্মীয় জমায়েতে গেছিলেন এই মহিলার শওহর । তিনি কোরোনায় আক্রান্ত হন । 30 মার্চ তাঁর সোয়াব নমুনা টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তাঁর থেকে সংক্রমিত হন এই মহিলা এবং তাঁর দুই সন্তান । প্রত্যেকেই চেন্নাইয়ের হাসপাতালে ভরতি । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ।
চিকিৎসকরা আক্রান্ত ওই প্রসূতির খেয়াল রাখছেন। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা এবং তাঁর পরিবার ।
Last Updated : Apr 25, 2020, 2:20 PM IST