ঋষিকেশ 31 মে : ঋষিকেশে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত এক মহিলা । শনিবার , ঋষিকেশের AIIMS-এ তিনি সন্তানের জন্ম দেন । গতকাল সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসার পর চিকিৎসকদের তৎপরতায় তিনি সুস্থ সন্তানের জন্ম দেন ।
ঋষিকেশে AIIMS-এ সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা - Coronavirus update
কোনও রকম উপসর্গ ছিল না ওই কোরোনা আক্রান্ত মহিলার । শনিবার তিনি সুস্থ সন্তানের জন্ম দেন । মা ও সন্তান দু'জনেই সুস্থ আছে বলে জানা গেছে ।
ঋষিকেষ
জানা গেছে তিরিশ বছরের এই মহিলার কোনও রকম উপসর্গ ছিল না । শনিবার সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । AIIMS-এর প্রসূতি বিভাগের প্রধান লতিকা ইউনিয়াল জানান , কোরোনা আক্রান্ত ওই মহিলা যাতে নিরাপদে সন্তানের জন্ম দিতে পারেন তার জন্য দ্রুত সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ।
তিনি আরও জানান মা ও সন্তান দু'জনেই সুস্থ আছে ।
Last Updated : May 31, 2020, 7:45 AM IST