আগে যত প্যানডেমিক পরিস্থিতি এসেছে আর্থ-সামাজিক ক্ষেত্রে তার সবথেকে বেশি প্রভাব পড়েছে মহিলাদের উপর । যেখানে পুরুষ খুব সহজেই আর্থ-সামাজিক সংকট থেকে বেরিয়ে আসতে পারে , তবে মহিলারা তা পারেন না । ভারতের মতো উন্নয়নশীল দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক ক্ষেত্রে Covid-19-এর কারণে মহিলারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন । যদিও পরিসংখ্যান অনুযায়ী , মহিলাদের মধ্যে মৃত্যুর হার(1.7 শতাংশ) পুরুষদের তুলনায় কম (2.8 শতাংশ) ।
আর্থ-সামাজিক ক্ষেত্রগুলিতে মহিলাদের উপর কোরোনা ভাইরাসের প্রভাব কম গুরুত্ব পাচ্ছে । UN সেক্রেটরি অ্যান্টনিও গুটেরেসও বলেন যে , " কোরোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার প্রচেষ্টার কেন্দ্রগুলিতে মহিলা ও মেয়েদের রাখুন । "
যেহেতু গত তিন-চার মাসে বেকারদের সংখ্যা 30.3 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে , সেক্ষেত্রে প্রাথমিক তথ্য এটাই বলছে যে , Covid-19 প্যানডেমিক সম্পর্কিত বেকারত্ব পুরুষদের তুলনায় মেয়েদের উপর বেশি প্রভাব ফেলছে । বিশ্বে 60 শতাংশের কাছাকাছি কর্মরত মহিলারা কম আয় করেন , কম সঞ্চয় করেন , ফলে তাঁদের দরিদ্রতার মধ্যে পড়ার ঝুঁকি বেশি থাকে । ইনস্টিটিউট অফ ওমেনস পলিসি রিসার্চ (IWPR) -এর রিপোর্টে , 2020-র ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের তথ্য অনুযায়ী , প্রায় 60 শতাংশ মহিলা চাকরি হারিয়েছিলেন , যা অর্থনৈতিক সব ক্ষেত্রগুলিতে পুরুষদের তুলনায় এই সংখ্যা বেশি ।
IWPR-এর সমীক্ষায় দেখা গেছে , মহিলারা সবথেকে বেশি চাকরি হারিয়েছেন লেজ়র ও হসপিটালিটি ক্ষেত্রে , পাশাপাশি খুচরো , পেশাদার , ব্যবসায় । এমনকী , কয়েকটি ক্ষেত্রে পুরুষদের কর্মসংস্থান বাড়তে থাকায় মহিলারাও কাজ হারিয়েছেন । এই ধরনের ঘটনা মূলত শিক্ষা , স্বাস্থ্য পরিষেবা , অর্থনৈতিক পরিষেবা , নির্মাণ ক্ষেত্রগুলিতে ঘটেছে ।
দা সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-র রিপোর্ট অনুযায়ী , কেবলমাত্র এপ্রিল মাসে মহিলাদের চাকরির ক্ষেত্রে 39 শতাংশ হ্রাস পেয়েছে , তুলনায় তা পুরুষদের ক্ষেত্রে 29 শতাংশ । এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতে প্রতি দশ জন কর্মরত মহিলার মধ্যে চার জন লকডাউনের সময় চাকরি হারিয়েছেন । তথ্যে দেখা যায় যে , গ্রামীণ মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
সবথেকে বেশি প্রভাব পড়েছে মেয়েদের পড়াশোনার উপর : UNESCO এর আগে জানিয়েছিল যে Covid-19 সংক্রমণের মধ্যে সারা বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় 154 কোটির বেশি শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে যার কারণে স্কুল ছেড়ে দেওয়ার হার বৃদ্ধি পাবে । তাদের অনুমান যে , Covid -19 এর কারণে বর্তমানে 89 শতাংশের বেশি মেয়েরা স্কুল ছেড়েছে । এটি প্রায় 74 কোটি মেয়ে-সহ স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হওয়া 154 কোটি শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে । এর মধ্যে ১১ কোটিরও বেশি মেয়ে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলিতে বাস করছে যেখানে পড়াশোনা করা ইতিমধ্যে একটি সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে ।
রিপোর্ট অনুযায়ী , শরণার্থী শিবিরে বসবাসকারী মেয়েরা বা যারা অভ্যন্তরীণ কারণে বাড়িছাড়া হয়েছে , তাদের জন্য স্কুলগুলি বন্ধ করা সবচেয়ে বেশি ক্ষতিকর হবে কারণ তারা ইতিমধ্যে অসুবিধায় রয়েছে ।