ইন্দোর, 30 মে : অকারণে রাস্তায় বেরোলেই সবার সামনে কান ধরে ওঠবোস করতে হবে। লকডাউন অমান্যকারীদের জন্য এই শাস্তি বহাল রেখেছে মধ্যপ্রদেশ পুলিশ। গতকাল ইন্দোরে অপ্রয়োজনে রাস্তায় বেরোনো লোকজনকে কান ধরে ওঠবোস করাতে দেখা গেল পুলিশকে।
লকডাউন অমান্যকারীদের কান ধরে ওঠবোস ইন্দোর পুলিশের - Madhya pradesh
কোরোনা সংক্রমণ রুখতে তৎপর পুলিশ। বাড়তি নজরদারি চালানো হচ্ছে ইন্দোরে। অকারণে যাঁরা রাস্তায় বেরোচ্ছেন শাস্তি স্বরূপ তাঁদেরকে কান ধরে ওঠবোস করাচ্ছে পুলিশ।
Corona
মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রবীণ জাদিয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ইন্দোরে নতুন করে 87 জন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে। জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,431। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 1,775 জন। কোরোনায় নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জেলায় মোট মৃত 129 জন।
দেশজুড়ে COVID-19-এর সংক্রমণ রুখতে জারি রয়েছে চতুর্থ দফার লকডাউন। এই লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ 31 মে।