পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণ ঠেকাতে পাঁচ রাজ্য় থেকে প্রবেশ নিষিদ্ধ কর্নাটকে - madhya pradesh

কর্নাটক সরকারের তরফে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্য়প্রদেশ ও রাজস্থান থেকে প্রবেশ নিষিদ্ধ করা হল ।

ছবি
ছবি

By

Published : May 28, 2020, 7:04 PM IST

Updated : May 28, 2020, 7:39 PM IST

বেঙ্গালুরু, 28 মে : এনিয়ে দ্বিতীয়বার । ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে পাঁচ রাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ করল কর্নাটক সরকার । তাদের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্য়প্রদেশ ও রাজস্থান থেকে বিমান, ট্রেন, বাস কোনওকিছুই প্রবেশ করতে পারবে না রাজ্যে।

এর আগে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু ও কেরালা থেকে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল কর্নাটক প্রশাসনের তরফে । এবারের তালিকায় কেরালা নেই । নতুন সংযোজন মধ্যপ্রদেশ ও রাজস্থান। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, রাজ্যগুলির সঙ্গে আলোচনার পরই যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে আজ কর্নাটক সরকারের তরফে একথা জানানো হয়েছে ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় অনুযায়ী, কর্নাটকে কোরোনা আক্রান্তের সংখ্যা 2,418 । এদের মধ্য়ে 781 জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে 47 জনের । কর্নাটকের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্য় রাজ্যগুলির তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, যাত্রী পরিবহন শুরু হওয়ার পর অন্য রাজ্য় থেকে যাঁরা আসছেন, তাঁদের মাধ্যমেই সংক্রমণ বাড়ছে। গত 24 ঘণ্টায় 135 জন আক্রান্তের মধ্যে 118 জনের ট্রাভেল হিস্ট্রি রয়েছে । এনিয়ে রাজ্য়ের আইনমন্ত্রী জে সি মধু স্বামী বলেন, "আপাতত যাতে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু থেকে কেউ না ঢোকে সেই বিষয়টি দেখা হবে। আমাদের উপর খুব চাপ পড়ছে । যাঁরা আসছেন, তাঁদের সবার জন্য কোয়ারানটিনের ব্যবস্থা করার ক্ষেত্রে সমস্য়া দেখা দিচ্ছে । আমাদের পুনরায় পরীক্ষা করতে হচ্ছে । এতে অনেক সময় লাগছে । তা ছাড়া রোজ সংখ্য়া বাড়ছে । এক্ষেত্রে আমাদের পরিকাঠামোও পর্যাপ্ত নয় । যাঁরা কোয়ারানটিনে রয়েছেন তাঁরা ছাড়া না পাওয়া পর্যন্ত নতুন করে যাত্রী প্রবেশের অনুমতি দেওয়া হবে না ।"

25 মে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার পরও তা নিয়ে সরব হয়েছিল কর্নাটক । রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছিল, সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত ছ'টি রাজ্য থেকে আসা যাত্রীদের সাত দিনের সরকারি কোয়ারানটিন এবং সাত দিনের হোম আইসোলেশনে থাকতে হবে। তবে বয়স্ক, অসুস্থ, শিশু ও অন্তঃসত্ত্বাদের ছাড় দেওয়া হবে।

Last Updated : May 28, 2020, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details