দিল্লি, 29 সেপ্টেম্বর : 18 বছরের ঊর্ধ্বে ভারতীয়দের মধ্যে বাড়ল কোরোনা আক্রান্তের হার । মে জুন মাসে আক্রান্তের হার ছিল 0.73 শতাংশ । অগাস্ট সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 7.1 শতাংশে । ICMR এর দ্বিতীয় সার্ভেতে এমনই তথ্য সামনে এসেছে । সার্ভেতে দেখা গিয়েছে 10বছরের ঊর্ধ্বে বাচ্চাদের মধ্যে আক্রান্তের হার 6.6 শতাংশ ।
ICMR এর জেনারেল ডিরেক্টর বলরাম ভার্গভ বলেন, " প্রথমে আমরা ভেবেছিলাম এই ভাইরাসে বেশিরভাগ প্রাপ্ত বয়স্করাই আক্রান্ত হচ্ছেন । কিন্তু, এখন দেখা যাচ্ছে কম বয়সিদের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে । " এছাড়াও তিনি বলেন, " ভাইরাসটি লিঙ্গ বা বয়স অনুযায়ী আলাদা হচ্ছে না । গ্রামীণ অঞ্চলের থেকে শহরে ও শহরের বস্তিতে আক্রান্তের হার বেশি । "
উল্লেখ্য, ICMR এর পক্ষ থেকে প্রথম সার্ভে করা হয় 11 মে থেকে 4 জুনের মধ্যে । 17 অগাস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় সার্ভে করা হয় । 21 টি রাজের 70টি জেলার 700টি গ্রামে এই সার্ভে করা হয় । মোট 29 হাজার 82 জনের নমুনা সংগ্রহ করা হয় ।
দিল্লিতে আক্রান্তের হার বেশ বেড়েছে । প্রথম সার্ভেতে দিল্লিতে 23.5 শতাংশ কোরোনা আক্রান্তের হদিশ মেলে । দ্বিতীয় সার্ভেতে তা বেড়ে দাঁড়ায় 29.1 শতাংশে । উল্লেখযোগ্য ভাবে কোরোনা আক্রান্তের হার বেড়েছে পদুচেরিতে । প্রথম সার্ভেতে সেখানে 4.9 শতাংশ কোরোনা আক্রান্ত হন । দ্বিতীয় সার্ভেতে তা বেড়ে দাঁড়ায় 22.7 শতাংশে ।
এ বিষয়ে ড: V K পাল বলেন, " সামনেই শীত আসছে । আর এটা একটা চ্যালেঞ্জের মতো । সামনের 3 থেকে 5 মাস আমাদের ভীষণ সাবধানে থাকতে হবে । আমাদের সমস্ত গাইডলাইন মানতে হবে । সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।"
দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের সেক্রেটারি রাজেশ ভূষণ বলেন, " যাঁদের কোরোনা এর লক্ষণ আছে তাঁদের অবশ্যই RT PCR টেস্ট করা দরকার । তাঁদের অ্যান্টিজেন টেস্ট করানো উচিত নয় । তাঁরা এই বিষয়টি অবহেলা করলেই বিপদ বাড়বে । "
উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত 7.3 কোটি মানুষের কোরোনা পরীক্ষা করা হয়েছে । শেষ সপ্তাহে প্রায় 77.8 লাখ মানুষের কোরোনা পরীক্ষা করা হয়েছে ।