আগরতলা (ত্রিপুরা), 8মে: ত্রিপুরার নিরাপত্তারক্ষী বাহিনীতে আগেই থাবা বসিয়েছে কোরোনা । গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন অনেকেই । আবারও নতুন করে BSF-এর 24জন জওয়ানের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে । এই নিয়ে ত্রিপুরায় গত ছয় দিনে জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে মোট 86 জন আক্রান্ত হলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।
টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলাইয়ে জেলার সদর শাখা তথা আগরতলার 82 কিলোমিটার উত্তরে আম্বাসার 86নম্বর ব্যাটেলিয়নের 24জন জওয়ান কোরোনা আক্রান্ত হয়েছেন । ত্রিপুরার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মোট আক্রান্ত 86জনের মধ্যে দুই মহিলা ও পাঁচ শিশু রয়েছে । প্রত্যsকেই জওয়ানদের পরিবারের সদস্য । এছাড়াও রয়েছেন মেস কর্মীরা । বুধবারের রিপোর্ট অনুযায়ী 138 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরাও কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই ব্যাটেলিয়নের সদর অফিসও একই জায়গায় ।