কোরোনা ভাইরাসের মোকাবিলায় আঞ্চলিক নেতৃত্বে ভারতের উদ্যোগকে প্রশংসা করেছেন ভারতের ফরাসি রাষ্ট্রদূত । ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লিনাইনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন সাংবাদিক স্মিতা শর্মা । তিনি বলেন, প্যানডেমিক মোকাবিলা করার জন্য সীমান্তগুলি বন্ধ করা প্রয়োজন । কিন্তু তিনি একথাও বলেন, সরকারের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্যাকেজ ঘোষণা করা প্রয়োজন । ভারতের অর্থনীতিতে কোরোনার প্রভাবে যে সংকট তৈরি হয়েছে তার জন্যেও নির্দিষ্ট পদক্ষেপ করা প্রয়োজন ।
প্রশ্ন -বর্তমানে ফ্রান্সের পরিস্থিতি কী? ইউরোপে লকডাউন চলছে । সবথেকে বড়ো চ্যালেঞ্জ হিসেবে আপনি কী দেখছেন?
ইমানুয়েল লিনাইন -ফ্রান্সে এখন যুদ্ধ পরিস্থিতি । যদিও তা 'স্যানিটারি ওয়ার', কিন্তু তা যুদ্ধ । আমরা তা জিততে চলেছি । কিন্তু তার জন্য নিয়মানুবর্তিতা এবং ধৈর্য প্রয়োজন । ফরাসি জনগণ বিগত দিনগুলিতে অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ।
প্রশ্ন - জি-7 প্রস্তাবকে কীভাবে দেখেছন ? এই প্যানডেমিকের সঙ্গে মোকাবিলা করতে কি তা সক্ষম হবে? জি7-জি20-SAARC-র সংযুক্তিকরণ কি প্রয়োজন ?
ইমানুয়েল লিনাইন - কোরোনা মোকাবিলার অন্যতম অস্ত্র হল আন্তর্জাতিক সহযোগিতা । ভাইরাস মোকাবিলার একটি অস্ত্র । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে নির্দেশ জারি হয়েছে, কোরোনা মোকাবিলায় আমাদের সবাইকে চেষ্টা করতে হবে । এক্ষেত্রে সহযোগিতা ভীষণ গুরুত্বপূর্ণ । বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলেছে সেক্ষেত্রে সহযোগিতাই অন্যতম অস্ত্র হয়ে উঠবে । সেইজন্য সমস্ত ইন্টার্ন্যাশানল ফোরামে আমাদের এগিয়ে আসতে হবে । আমি এটি দেখে খুব খুশি যে ভারত আন্তর্জাতিক স্তরে ভূমিকা পালন করছে । স্বাস্থ্য, অর্থনীতি প্রত্যেক ক্ষেত্রেই ভারত যথাযথ উদ্যোগ নিচ্ছে । আমরা জি-20-এ এই কাজই করছি । 2022-র জি-20-এ, ভারত SAARC-র অভ্যন্তরেও আঞ্চলিক স্তরে সঠিক ভূমিকা পালন করছে । এটি সঠিক সময়, যদি ভারত এই প্রত্যেকটি উদ্যোগের মধ্যে একটি সংযোগ সেতু তৈরি করতে পারে ।
প্রশ্ন - এই প্যানডেমিক মোকাবিলার জন্য দেশগুলি সীমান্ত বন্ধ করে দিচ্ছে । আপনি এটি কীভাবে দেখছেন? ব্রিটেনের 'হার্ড ইমিউনিটি'-প্রস্তাব কাজ করবে?
ইমানুয়েল লিনাইন - একটি প্যানডেমিক মোকাবিলার জন্য যোগাযোগ সীমিত করা অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি । এর পাশাপাশি সামাজিক দূরত্ব রাখা প্রয়োজন । অর্থাৎ আন্তর্জাতিক পর্যটন সীমিত করা উচিত । বৈজ্ঞানিকরা বলছেন, 'হার্ড ইমিউনিটি' পদ্ধতি কাজ করতে পারে । কিন্তু এই অনাক্রমতা অর্জনের জন্য আমাদের যা যা করণীয় করতে হবে । অর্থাৎ ভাইরাসকে শীঘ্র ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না । সেইজন্য আমরা প্রত্যককে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে রাখার চেষ্টা করছি ।
প্রশ্ন - বিশ্ব অর্থনীতির কোন চ্যালেঞ্জের প্রয়োজন আরও মজবুত হওয়ার জন্য? যা ক্ষয়ক্ষতি হয়েছে তার বাস্তব মূল্যায়ন কবে সম্ভব ?
ইমানুয়েল লিনাইন -সম্পূর্ণ মূল্যায়ন হওয়া প্রয়োজন । কিন্তু এখনও পর্যন্ত আমরা যতদূর জানি এর প্রভাব বৃহৎ এবং গুরুত্বপূর্ণ । আমাদের সরকারের প্রত্যেক কার্যকারিতায় সমর্থন করা প্রয়োজন । এটা ঠিক যে ইতিমধ্যেই আমাদের ফরাসি সরকার একটি প্যাকেজ ঘোষণা করেছে । আমি জানি ভারত একইভাবে কাজ করছে । যে আন্তর্জাতিক সহায়তা আমরা আশা করছি তা পাওয়া গেলে সাহায্য হবে । প্রত্যেককে সমানভাবেই সাহায্য করতে হবে ।