দিল্লি, 19 এপ্রিল : কোরোনা ভাইরাস সকলের মধ্যে সমানভাবে প্রভাব বিস্তার করে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা জানান ৷ লিঙ্কড-ইনে একটি পোস্ট করে তিনি বলেন, "কোরোনা ভাইরাস সংক্রমণের আগে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা অথবা সীমান্ত দেখে না ৷ ঐক্য ও ভ্রাতৃত্বের সঙ্গে আমাদের আচরণ ও প্রতিক্রিয়া সংযুক্ত করা উচিত ৷ এখানে আমরা একসঙ্গে রয়েছি ৷"
প্রধানমন্ত্রী আরও বলেন, "অতীতের মতো যখন দেশ বা সমাজ একে অপরের মুখোমুখি হয়েছিল তেমন পরিস্থিতি এখন নয় ৷ আজ আমরা একসঙ্গে একটি সাধারণ চ্যালেঞ্জের মুখে ৷ ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ ও সহনশীল হবে ৷" তিনি আরও বলেন, "ভারতের পরবর্তী বড় বড় ধারণাগুলির বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতা থাকবে ৷ এই ধারণাগুলি শুধুমাত্র ভারতে নয় সমগ্র মানবসমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখবে ৷"
বর্তমানে দেশ অনেকটাই ডিজিটাল হয়ে উঠেছে ৷ আজ প্রধানমন্ত্রীর কথায় উঠে এল সেই তথ্যও ৷ তিনি জানান, আগে রসদ সামগ্রী শুধুমাত্র রাস্তা, গুদামঘর বা বন্দরগুলিতে দেখা যেত ৷ তবে, বর্তমানে যাঁরা এই বিষয়গুলি দেখাশোনা করেন, তাঁরা নিজেদের বাড়িতে বসেই বিশ্বব্যাপী সব কিছু সামলাতে পারছেন ৷ COVID-19 পরবর্তী বিশ্বের জটিল আধুনিক মাল্টিন্যাশনাল সাপ্লাই চেইনের নার্ভ সেন্টার হিসেবে ভারত আত্মপ্রকাশ করতে পারে ৷