দিল্লি, 2 মে:কোরোনাভাইরাসের সংক্রমণ আটকাতে দেশে তৃতীয় দফার লকডাউন চলছে । লকডাউনের ফলে বাণিজ্যিক কার্যক্রম প্রায় দেড় মাস বন্ধ আছে । এর ফলে উপার্জন না থাকায় অসুবিধায় পড়েছে । দেশের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা বিদ্যুতের বিল প্রত্যাহারের আবেদন করেছে দিল্লি সরকারের কাছে ।
কয়েকটি গ্রাম সমিতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিদ্যুৎ কর্তৃপক্ষকে লেখা চিঠিতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আশেপাশের গ্রামের আবাসিক ইউনিটের জন্য অতিরিক্ত ভর্তুকির দেওয়ার জন্য আবেদন করেছেন ।
দিল্লি গ্রামীণ সমাজের সেক্রেটারি অনিল জ্ঞানচন্দানি বলেছেন,"লকডাউন হওয়ার পর থেকে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়াও, আবাসিক ইউনিটগুলির আয় হ্রাস পেয়েছে । এরফলে সরকার বাড়িরমালিকদের ভাড়াটেদের কাছ থেকে ভাড়া নেওয়ার বিষয়ে বিরত থাকতে বলেছেন, "শাহপুর জাট সোসাইটি মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠিতে বলেছে, দিল্লির প্রায় সকল বাণিজ্যিক ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুৎ সংস্থাগুলি শাহপুর জাট, মুনিরকা, বের সারাই, কিশানগড়, মেহেরলি এবং অন্যান্যদের বাসিন্দাদের বিদ্যুত বিল পাঠিয়েছে।মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,একমাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ব্যবহার না করা সত্ত্বেও বিদ্যুৎ সংস্থাগুলিকে কীভাবে বিল দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে? লকডাউনের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কোনও ব্যবসা করতেই পারেনি । তাই বাধ্য করা উচিত নয় লকডাউনের সময় বিদ্যুতের মাশুল দিতে ।"
সোসাইটি বলেছে, "এই চিঠির মাধ্যমে আমরা লকডাউনের জন্য বাণিজ্যিক ইউনিটের বিদ্যুৎ বিল প্রত্যাহারের আবেদন করছি । "