পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : দিল্লিতে কনটেইনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে122 - COVID-19 Delhi updates

রাজধানীতে আরও বাড়ল কনটেইনমেন্ট জো়নের সংখ্যা । গতকাল সংখ্যাটি বেড়ে হল 122 ।

ছবি
ছবি

By

Published : May 31, 2020, 9:42 AM IST

দিল্লি, 31 মে : রাজধানীতে আরও বাড়ল কনটেইনমেন্ট জো়নের সংখ্যা । গতকাল সংখ্যাটি বেড়ে হল 122 । গত তিনদিনে হাজার ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

শেষ 24 ঘণ্টায় পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আক্রান্তের সংখ্যা 1হাজার 163 । যা এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি । দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে 18 হাজার 549 হয়েছে । মৃত্যুর সংখ্যা 416 ।

শুক্রবার দিল্লিতে কনটেইনমেন্ট জো়নের সংখ্যা ছিল 102 । একদিনে সেই সংখ্যাটা বাড়িয়ে 122 করা হল । এরমধ্যে সব বেশি যে সব জেলায় কনটেইনমেন্ট জো়নের সংখ্যা রয়েছে তা হল উত্তর (24), দক্ষিণ-পূর্ব (17), পশ্চিম (16), দক্ষিণ (12) এবং দক্ষিণ পশ্চিম (12) অঞ্চলগুলিতে ।

যে সব এলাকা থেকে 3 বা 4টি কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে সেইসব এলাকাকেই কনটেইনমেন্টের আওতায় ধরা হয় । এরপর ওই জো়নটিতে যদি 28 দিনের ভিতর নতুন করে কেউ আক্রান্ত ধরা না হয় তাহলে এলাকাটিকে কনটেইনমেন্ট জো়নের বাইরে রাখা হয় । এর আগে দিল্লিতে ঘোষণা করা হয় 175 টি কনটেইনমেন্ট জো়নের । পরে 53টি এলাকাকে এই আওতার বাইরে রাখা হয় । এই ধরনের জায়গাগুলিকে সিল করে দেওয়া হয় । যাতে বাইরের কোনও ব্যক্তির প্রবেশ করতে না পারে, তেমনই যাঁরা এলাকায় রয়েছেন খুব প্রয়োজন ছাড়া তাঁদের এলাকার বাইরে যেতে দেওয়া হয় না । প্রয়োজনীয় সামগ্রী তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details