হায়দরাবাদ, 26 মে : বিদেশ থেকে প্রায় প্রতিদিনই বিশেষ বিমানে ফেরানো হচ্ছে দেশের মানুষজনকে । তেলাঙ্গানায় বিদেশ ফেরত এই মানুষজনের মধ্যেই বাড়ছে কোরোনার সংক্রমণ । গতকাল এরাজ্যে বিদেশ থেকে ফেরা 66 জনের মধ্যে 18 জনের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে । এনিয়ে এরাজ্যে বিদেশ থেকে ফেরা মোট 28 জন কোরোনায় আক্রান্ত।
ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট, আন্তঃরাজ্য বাস পরিষেবাও চালু হয়েছে । লোকজন বের হতে শুরু করেছেন রাস্তায় । বেসরকারি অফিসও খুলেছে । এই পরিস্থিতিতে এরাজ্যে ক্রমেই বাড়ছে কোরোনার সংক্রমণ । মৃত্যুও বাড়ছে । গতকালই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনেরে । এই নিয়ে গত সাতদিনে এখানে মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 22-এ ।
রাজ্যে দু'হাজার ছুঁতে যায় কোরোনা আক্রান্তের সংখ্যা । যার মধ্যে নতুন করে কোরোনা আক্রান্ত বাড়ছে বিদেশ থেকে ফেরা মানুষজনের মধ্যে । কোরোনা সংক্রমণ দেখা যাচ্ছে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের মধ্যেও । শনিবারই কুয়েত থেকে হায়দরাবাদ ফিরেছেন এমন চারজনের COVID-19 পজ়িটিভ আসে । রবিবার বিদেশ থেকে ফেরা ছ'জনের শরীরে কোরোনা সংক্রমণ মেলে । গতকাল 18 জন কোরোনায় আক্রান্ত বলে জানা যায় । কারা, কোথা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন সেবিষয়ে মুখে কুলুপ এঁটেছে স্বাস্থ্য দপ্তর ।
তবে, সরকারের তরফে মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিদেশ ফেরত । রয়েছেন ভিনরাজ্য ফেরতও ।
গতকালই ভিনরাজ্য ফেরত 15 জনের শরীরে কোরোনার সংক্রমণ মেলে । পরিসংখ্যান বলছে, শেষ দু'সপ্তাহে রোজই 40 থেকে 50 জন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন । সবথেকে বেশি সংক্রমিতের খোঁজ পাওয়া যাচ্ছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যালিটি এলাকা থেকে । গতকালই এখানে 31 জন নতুন করে আক্রান্ত হয়েছেন । গতকাল মেডিকেল বুলটিনে জানানো হয়েছে, মোট কোরোনা আক্রান্তের মধ্যে 700 জনের চিকিৎসা চলছে গান্ধি হাসপাতালে ।