গুয়াহাটি, 2 জুলাই : অসমে কোরোনায় মৃত্যু হল আরও দু'জনের ৷ এর জেরে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 14 । আজ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটে একথা জানিয়েছেন ।
অসমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 হাজার 955 । তার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 109 । সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 831 জন । গুয়াহাটিতে 1 হাজার 742 জন কোরোনায় আক্রান্ত । কোরোনার সংক্রমণ রুখতে 28 জুন থেকে গুয়াহাটিতে 14 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে । 30 জুন অসমে 613 জন কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে 380 জন গুয়াহাটির বাসিন্দা । 1 জুলাই আক্রান্ত হন আরও 548 জন । তাঁদের মধ্যে 378 জন গুয়াহাটির বাসিন্দা ।