পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে 14, আক্রান্ত 8 হাজার 955 - কোরোনা

অসমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 8 হাজার 955 । তার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 109 । সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 831 জন ।

COVID-19 cases in Assam
অসমের কোরোনা ভাইরাসের সংখ্যা

By

Published : Jul 3, 2020, 2:15 AM IST

গুয়াহাটি, 2 জুলাই : অসমে কোরোনায় মৃত্যু হল আরও দু'জনের ৷ এর জেরে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 14 । আজ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটে একথা জানিয়েছেন ।

অসমে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 হাজার 955 । তার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 3 হাজার 109 । সুস্থ হয়ে উঠেছে 5 হাজার 831 জন । গুয়াহাটিতে 1 হাজার 742 জন কোরোনায় আক্রান্ত । কোরোনার সংক্রমণ রুখতে 28 জুন থেকে গুয়াহাটিতে 14 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে । 30 জুন অসমে 613 জন কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে 380 জন গুয়াহাটির বাসিন্দা । 1 জুলাই আক্রান্ত হন আরও 548 জন । তাঁদের মধ্যে 378 জন গুয়াহাটির বাসিন্দা ।

পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনেরাল(আইন ও শৃঙ্খলা) জিপি সিং জানিয়েছেন, 66 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 14 জন সুস্থ হয়ে উঠেছেন । 1 হাজার 93 জন পুলিশ কর্মী কোয়ারানটিনে আছেন ।

আগামীকাল থেকে গুয়াহাটির 31টি কোরোনা স্ক্রিনিং সেন্টারে পরীক্ষা শুরু হবে । 2 লাখ পরীক্ষার কিট রাজ্যে পৌঁছে গেছে । 13টি সরকারি ল্যাবরেটরিতে 4,19,878টি পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর । রাজ্যে 17 হাজার 652 জন ইনস্টিটিউশনাল কোয়ারানটিনে রয়েছেন । 1 লাখ 24 হাজার 947 জন হোম কোয়ারানটিনে রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details