পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 27, 2020, 12:53 PM IST

ETV Bharat / bharat

COVID-19 : 1.7 লাখ কোটি টাকার 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ' যোজনার ঘোষণা

গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিক, সংগঠিত ক্ষেত্রের কর্মী-সহ দেশের 80 কোটি জনগণ ও কর্মীদের খাদ্যশস্যের ব্যবস্থা করার জন্য চালু করা হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Prime Minister Poor People Welfare Package) ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দিল্লি, 27 মার্চ : COVID-19 ছড়িয়ে পড়ার জেরে গরিব মানুষের উপর যে প্রভাব পড়েছে, তা সামলাতে গতকাল কেন্দ্রীয় সরকার 1.7 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে ৷ গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, নির্মাণ শ্রমিক, সংগঠিত ক্ষেত্রের কর্মী-সহ দেশের 80 কোটি জনগণ ও কর্মীদের খাদ্যশস্যের ব্যবস্থা করার জন্য চালু করা হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Prime Minister Poor People Welfare Package) ৷ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে যে সমস্ত কর্মী, নার্স, চিকিৎসকরা লড়াই করছেন তাঁদের জন্য 50 লাখ টাকার স্বাস্থ্যবিমার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

অর্থমন্ত্রী বলেন, "আমরা চাই না যে কেউ অভুক্ত থাকুন ৷" একই সঙ্গে তিনি যোগ করেন যে, সরকার DBT-র মাধ্যমে নগদ টাকা পৌঁছে দিয়ে এই লড়াইকে আরও জোরদার করার চেষ্টা করছে ৷ সরকার ত্রাণ কর্মসূচি ঘোষণায় দেরি করে ফেলল, এমন অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা লক ডাউন ঘোষণা হওয়ার 36 ঘণ্টার মধ্যে এই কাজ করলাম এবং প্যাকেজ ঘোষণা করলাম ৷"

অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আট ধরনের মানুষের উপকারে আসবে ৷ এর মধ্যে রয়েছে কৃষক, MNREGA কর্মী, গরিব বৃদ্ধ নাগরিক, বিধবা এবং গরিব বিশেষভাবে সক্ষম মানুষ ৷ এই প্যাকেজের সুবিধা পাবেন জনধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এমন 20 কোটি মহিলা, উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস পান এমন 8.2 কোটি উপভোক্তা, 63 লাখ স্বনির্ভর গোষ্ঠী (SHGs), 3.5 কোটি নথিভুক্ত নির্মাণ শ্রমিক, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) নাম নথিভুক্ত করা সংগঠিত ক্ষেত্রের চার কোটি কর্মী ৷ COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা খনিজ কল্যাণমূলক তহবিল ব্যবহার করার জন্য সরকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে ৷

কোরোনা সৈনিকদের জন্য 50 লাখ টাকার স্বাস্থ্যবিমা

এই মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক স্টাফ-সহ যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার 50 লাখ টাকার স্বাস্থ্যবিমার ঘোষণা করেছে ৷ এই স্বাস্থ্যবিমা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নামা সব ধরনের কর্মীদের জন্যই করা হচ্ছে ৷ এর মধ্যে থাকছেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, সাফাই কর্মী, ASHA কর্মী এবং অন্যরা ৷ একথা জানিয়েছেন অর্থমন্ত্রী ৷

  • 80 কোটি গরিবের জন্য খাবারের সংস্থান

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের 80 কোটি গরিব বা দেশের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষ সুবিধা পাবেন ৷ এই প্রকল্পের লক্ষ্য দেশের কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে, সেটাই নিশ্চিত করা ৷

তিনি জানান, খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত গরিব মানুষ রয়েছে, তাঁদের প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কিলো গম বা পাঁচ কিলো চাল দেওয়া হবে ৷ উপভোক্তা নিজের পছন্দ মতো এটা নিতে পারবে ৷ আগামী তিন মাস ধরে এই প্রকল্প চলবে ৷ একই সঙ্গে আগামী তিন মাস প্রত্যেক গরিব মানুষকে তাঁদের পছন্দ মতো প্রতি মাসে এক কিলোগ্রাম করে ডালও দেওয়া হবে ৷ তাঁরা যা পান তার সঙ্গে অতিরিক্ত হিসেবে এই চাল, গম এবং ডাল দেওয়া হবে ৷

সরকারের ঘোষণা করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় গরিব মানুষদের সুরাহা দেওয়ার জন্য দু’টো ভাগ করা হয়েছে ৷ একদিকে ডিরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার স্কিমের (DBT) মাধ্যমে সরাসরি নগদ পাঠানো এবং বিনামূল্যে অতিরিক্ত খাদ্যসামগ্রী দেওয়া, যাতে কোরোনা ভাইরাসের খারাপ প্রভাবের বিরুদ্ধে সরকার লড়তে পারে ৷

  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি

অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে 8.69 কোটি উপভোক্তার কাছে দু'হাজার টাকার কিস্তি দ্রুত পাঠানোর ব্যবস্থা করছে, যাতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা থাকে ৷ আগামী মাসেই ওই দু'হাজার টাকার কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৷

  • MNREGA-য় মজুরি বৃদ্ধি করা হল

MNREGA-র অন্তর্ভুক্ত মজুরদের মজুরি বৃদ্ধি করে তাঁদের একটা বড় সুরাহা দিল সরকার ৷ এই মজুরি বাড়ানো হল প্রায় 11 শতাংশ ৷ 182 টাকা থেকে বাড়িয়ে করা হল 202 টাকা ৷ ফলে মজুরি বাড়ল 20 টাকা ৷ এই পদক্ষেপের ফলে অন্তত পাঁচ কোটি পরিবার উপকৃত হবে, যাদের সদস্যরা এই প্রকল্পের আওতাভুক্ত ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে প্রতিটি MNREGA শ্রমিক সব মিলিয়ে দু'হাজার টাকা করে অতিরিক্ত পাবেন ৷

  • বৃদ্ধ নাগরিক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য সুরাহা

সরকার এককালীন এক হাজার টাকা করে দেবে তিন কোটি বৃদ্ধ নাগরিক, গরিব বিধবা ও গরিব বিশেষভাবে সক্ষম মানুষদের ৷ এক হাজার টাকা আগামী তিন মাসে দুই কিস্তিতে দেওয়া হবে ৷

  • মহিলা জনধন অ্যাকাউন্ট উপভোক্তা

গরিব মানুষের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি টাকা পাঠাতে প্রথম দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া এই আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি খুবই কার্যকরী ভূমিকা নিতে চলেছে ৷ যে সমস্ত মহিলাদের জনধন যোজনায় অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের আগামী তিন মাস প্রতি মাসে 500 টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই পদক্ষেপে PMJDY-তে এমন 20 কোটি মহিলা দেশের 37.42 কোটি জনধন অ্যাকাউন্টের মাধ্যমে উপকৃত হবেন ৷

  • উজ্জ্বলা উপভোক্তাদের জন্য সুরাহা

অর্থমন্ত্রী জানান, উজ্জ্বলা যোজনায় 8.3 কোটি উপভোক্তা আগামী তিন মাস বিনামূল্যে সিলিন্ডার পাবেন ৷

  • SHG-এর মহিলাদের সুরাহা

দেশের 63 লাখ SHG-কে জামানত ছাড়া ঋণ দেওয়ার ঊর্ধ্বসীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ টাকা করল কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে COVID-19-কে দমন করার পর আগামী কয়েক মাসে ব্যবসাকে নতুন গতি দিতে সাহায্য করবে এই ঋণ ৷ এই পদক্ষেপের ফলে দেশের 63 লাখ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত সাত কোটি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে ৷

  • সংগঠিত ক্ষেত্রের জন্য সুরাহা

সংগঠিত ক্ষেত্রের কর্মীদের সুরাহা দেওয়ার লক্ষ্যে আগামী তিন মাস কেন্দ্রীয় সরকার সংস্থা ও কর্মীদের EPF-এ জমা টাকার ভার বহন করবে ৷ সংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন, তাঁদের হয়ে আগামী তিন মাস কেন্দ্র 12 শতাংশ এবং সংস্থার হয়েও 12 শতাংশ, সব মিলিয়ে 24 শতাংশ টাকা জমা দেবে ৷ যদিও এই পদক্ষেপ কার্যকরী হবে শুধুমাত্র সেই সব সংস্থার ক্ষেত্রে, যাদের অনধিক 100 জন কর্মী রয়েছেন ৷ আর সেই কর্মীদের মধ্যে অন্তত 90 শতাংশ 15 হাজার টাকার নিচে বেতন পান ৷ যে সমস্ত সংস্থায় 100 জনের বেশি কর্মী রয়েছেন কিংবা যে সমস্ত সংস্থায় কর্মীর সংখ্যার 100 জনের নিচে অথচ 10 শতাংশের বেশি কর্মী মাসে 15 হাজার টাকার বেশি বেতন পান, তারা এই সুবিধা পাবে না ৷ এই পদক্ষেপের ফলে চার লাখ সংস্থার 80 লাখ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ৷

সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য আরও একটা সুরাহার পথ বের করেছে সরকার ৷ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার নিয়মে কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছে সরকার ৷ একজন কর্মী 70 শতাংশ টাকা অগ্রিম প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন, যা পরিশোধ করতে হবে না ৷ এর জন্য সরকার আইন বদল করবে ৷ এই পদক্ষেপের ফলে EPFO-তে নথিভুক্ত 4.8 কোটি কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ৷

  • নির্মাণ শ্রমিকদের জন্য সুরাহা

কেন্দ্রীয় আইন অনুযায়ী, 3.5 কোটি নথিভুক্ত নির্মাণ শ্রমিকের জন্য একটি কল্যাণমূলক তহবিল তৈরি করেছিল ৷ সেই তহবিল থেকেই 31 হাজার কোটি টাকা এই পরিস্থিতিতে ব্যবহার করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ লকডাউনের জেরে এই নির্মাণ শিল্পে যে ব্যাঘাত ঘটেছে, সেই সমস্যাকে আরও কমানোর এই তহবিল ব্যবহারের নির্দেশ রাজ্য সরকারগুলিকে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ অর্থমন্ত্রী বলেন, "লকডাউনের জেরে যে সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছে, সেখানে নিযুক্ত নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের এটা সাহায্য করবে ৷"

  • জেলা খনিজ তহবিল

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা করার জন্য জেলা খনিজ কল্যাণমূলক তহবিল ব্যবহারের জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ এর ফলে জেলাশাসকরা তাঁদের জেলায় এই জেলা খনিজ তহবিল ব্যবহার করে কোরোনায় আক্রান্ত রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন ৷

ABOUT THE AUTHOR

...view details