পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা বেশি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে : কেজরিওয়াল - দিল্লিতে  COVID-19 আক্রান্তের সংখ্যা

দিল্লির সাম্প্রতিক কোরোনা পরিস্থিতির বিষয় জানাতে আজ সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল । তিনি জানান, কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

arvind
arvind

By

Published : Jun 26, 2020, 6:30 PM IST

দিল্লি, 26জুন : দিল্লিতে কোরোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই ৷ আজ আশ্বাস দিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

সংশ্লিষ্ট রাজ্যের সাম্প্রতিক কোরোনা পরিস্থিতির বিষয় জানাতে আজ সাংবাদিক বৈঠক করেন কেজরিওয়াল । সেখানেই দিল্লিবাসীকে উদ্বিগ্ন না হওয়ার কথা বলেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বাস দেন তিনি । কেজরিওয়াল বলেন, “দিল্লিতে COVID-19 আক্রান্তের সংখ্যা অনেক বেশি । কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে । দুশ্চিন্তার প্রয়োজন নেই । আমরা পরীক্ষা তিনগুণ বাড়িয়েছি । তাও প্রতিদিনের পরিসংখ্যানে মাত্র 3000 করেই আক্রান্তের সংখ্যা বেড়েছে । মোট আক্রান্তের মধ্যে 45,000 জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ।”

দিল্লিতে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2400 জনের । এখন সেখানে সক্রিয় কোরোনা সংক্রমিত রোগী 26,000 । তাঁদের মধ্যে 6,000 জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান কেজরিওয়াল । তিনি বলেন, “6,000 আক্রান্ত দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । বাকি আক্রান্ত ব্যক্তিরা বাড়িতেই রয়েছেন । সেখানে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা হচ্ছে তাঁদের ।”

শেষ সপ্তাহ পর্যন্ত হাসপাতালের 6,000 টি বেডে কোরোনা সংক্রমিত রোগী ভরতি ছিলেন । প্রতিদিন প্রায় 3000জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হচ্ছেন । কিন্তু তাঁদের হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয়তা নেই বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেজরিওয়াল । তিনি বলেন, “দিল্লিতে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই সামান্য অসুস্থ, তাঁদের হাসপাতালের চিকিৎসার প্রয়োজন নেই । আমাদের 13,500 টির উপর বেড তৈরি আছে । বুরারির একটি হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর জন্য দিল্লি সরকারের তরফে ইতিমধ্যেই টাকা ধার্য করা হয়েছে ।”

তবে ভবিষ্যতে রাজধানীতে আরও ICU বেডের প্রয়োজন হতে পারে । সেই বেড সংখ্যা বাড়ানোর জন্যই কাজ করছে কেজরিওয়ালের সরকার । বেড সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজন অর্থের । সেই টাকা ধার্য করার জন্য ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক করা হয়েছে । বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বুরারির একটি হাসপাতালে আরও 400টি বেডের জন্য ইতিমধ্যেই টাকা অনুমোদিত হয়েছে । পাশাপাশি বিভিন্ন হোটেলে COVID-19 চিকিৎসার জন্য প্রায় 3,500টি বেডের ব্যবস্থা করা হয়েছে বলে আজ জানান কেজরিওয়াল ।

ABOUT THE AUTHOR

...view details