পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনাকে হারিয়ে 103 বছরের বৃদ্ধার লড়াই এবার সমাজের বিরুদ্ধে - COVID-19 asscoiated social stigma

সংক্রমণের ভয় কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফেরা 103 বছরের বৃদ্ধা ও তাঁর পরিবারকে বাড়ি ছাড়তে বলেছেন বাড়ি মালিক । শুধু তাই নয় গ্রাম ছেড়ে অন্যত্র না গেলে তার ফল ভালো হবে না হুমকি দিয়েছেন প্রতিবেশীরা । এমনটাই অভিযোগ ওই বৃদ্ধা ও তাঁর পরিবারের । পরে ETV ভারতের মাধ্যমে সরকারি সহযোগিতার আবেদন জানান ওই বৃদ্ধার নাতনি । খবর প্রকাশ্যে আসতে গতকাল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আম্বুরের বিধায়ক ।

Covid 19 warrior hameeda beevi
Covid 19 warrior hameeda beevi

By

Published : Jul 15, 2020, 10:09 PM IST

তিরুপাত্তুর, 15 জুলাই: জয় করেছেন কোরোনাকে । কিন্তু ভাবতে পারেননি মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ফেরার পর তাঁর জন্য অপেক্ষা করছে অন্য এক যুদ্ধ । এ যুদ্ধ সমাজের সঙ্গে, সমাজের চিন্তাধারার বিরুদ্ধে ।

তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার পেরিয়াভারিককাম গ্রামের বাসিন্দা হামিদা বিবি । বয়স 103 বছর । 13 সন্তানের মা হামিদা বিবি মেয়ে মুবারক এবং নাতনি সামার সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন । জ্বর, সর্দির মত উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে প্রথমে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল । নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজিটিভ আসায় চলতি মাসের 1 তারিখ আম্বুর সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । চলতি মাসের 12 তারিখ কোরোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি । কিন্তু তাঁকে স্বাগত জানানো তো দূর, বাড়ি ছেড়ে দিতে বলেন বাড়ি মালিক ।

শুধু বাড়ি মালিক নন সংক্রমণের ভয় গ্রাম ছাড়তে বলেছেন প্রতিবেশীরাও । হামিদা বিবির পরিবারের অভিযোগ, 7 দিনের মধ্যে গ্রাম ছেড়ে অন্যত্র না গেলে ফল ভালো হবে না, এমন হুমকিও দেওয়া হচ্ছে ।

হামিদা বিবির নাতনি সামা ETV ভারতের মাধ্যমে সরকারি সহযোগিতার আবেদন জানান । তিনি বলেন, " পরিবারে কোনও পুরুষ সদস্য নেই । অন্যত্র যাওয়ার মত আর্থিক সামর্থ্য নেই । তাই সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি ।"

এরপরই গতকাল আম্বুরের বিধায়ক ওই বৃদ্ধার পরিবারের পাশে দাঁড়ান । আর্থিকভাবে সাহায্য করেন । পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েও সহযোগিতা করেন ।

মঙ্গলবার পর্যন্ত তিরুপাত্তুরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 188 ।

ABOUT THE AUTHOR

...view details