তিরুপাত্তুর, 15 জুলাই: জয় করেছেন কোরোনাকে । কিন্তু ভাবতে পারেননি মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ফেরার পর তাঁর জন্য অপেক্ষা করছে অন্য এক যুদ্ধ । এ যুদ্ধ সমাজের সঙ্গে, সমাজের চিন্তাধারার বিরুদ্ধে ।
তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলার পেরিয়াভারিককাম গ্রামের বাসিন্দা হামিদা বিবি । বয়স 103 বছর । 13 সন্তানের মা হামিদা বিবি মেয়ে মুবারক এবং নাতনি সামার সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন । জ্বর, সর্দির মত উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে প্রথমে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল । নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজিটিভ আসায় চলতি মাসের 1 তারিখ আম্বুর সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । চলতি মাসের 12 তারিখ কোরোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি । কিন্তু তাঁকে স্বাগত জানানো তো দূর, বাড়ি ছেড়ে দিতে বলেন বাড়ি মালিক ।
শুধু বাড়ি মালিক নন সংক্রমণের ভয় গ্রাম ছাড়তে বলেছেন প্রতিবেশীরাও । হামিদা বিবির পরিবারের অভিযোগ, 7 দিনের মধ্যে গ্রাম ছেড়ে অন্যত্র না গেলে ফল ভালো হবে না, এমন হুমকিও দেওয়া হচ্ছে ।