পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রিটেনের কোভিড স্ট্রেনের যম কোভ্যাক্সিন, দাবি ভারত বায়োটেকের - কোভ্যাক্সিন

ব্রিটেনের করোনা স্ট্রেনের সংক্রমণ রুখতে অনেক বেশি কার্যকর করোনা টিকা কোভ্যাক্সিন। এমনই দাবি এই টিকার প্রস্তুতকারক ভারত বায়োটেকের। টুইট করে তারা এ কথা জানিয়েছে।

covaxin-effectively-neutralises-uk-covid-strain: bharat-biotech
ব্রিটেনের কোভিড স্ট্রেনের যম কোভ্যাক্সিন, দাবি ভারত বায়োটেকের

By

Published : Jan 27, 2021, 7:45 PM IST

দিল্লি, 27 জানুয়ারি : ব্রিটেনের করোনা স্ট্রেন প্রতিহত করতে দারুণ কার্যকর কোভ্যাক্সিন। এমনই দাবি করল এই টিকার প্রস্তুতকারক ভারত বায়োটেক।

চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের থেকে 70 গুণ বেশি সংক্রামক করোনা স্ট্রেন। বুধবার ভারত বায়োটেক টুইট করে জানিয়েছে, ''ব্রিটেনের ভ্যারিয়েন্ট সার্স-কোভ-2-কে প্রতিহত করতে সক্ষম কোভ্যাক্সিন।'' টুইটের সঙ্গে একটি গবেষণা থেকে উঠে আসা তথ্যের লিংকও দিয়েছে তারা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজির বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন। তবে এই রিপোর্ট এখনও যাচাই করে দেখা হয়নি।

এখনও পর্যন্ত ভারতে দেড়শো জনের শরীরে মিলেছে ইউকে স্ট্রেন। গত সপ্তাহে অনলাইন আর্কাইভ bioRxiv.org-তে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন কোম্পানি ফাইজার ও তাদের জার্মান বন্ধু বায়োএনটেকের তৈরি টিকাও এই স্ট্রেনের সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে।

আরও পড়ুন: কোভ্যাকসিন "জলের মতো সুরক্ষিত ", সমালোচনার জবাব ভারত বায়োটেকের চেয়ারম্যানের

এখনও ট্রায়ালে থাকা কোভ্যাক্সিনকে ব্যবহারের জন্য চলতি মাসেই অনুমোদন দিয়েছে এ দেশের সরকার। তবে রেগুলেটরের তরফে জানানো হয়েছে, যেহেতু ট্রায়াল চলছে তাই যাঁরাই এই টিকা নিচ্ছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। দিল্লিতে এই টিকা 6টি হাসপাতালে সরবরাহ করা হয়েছে। এখনও পর্যন্ত দেশের 20 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

গত সপ্তাহেই ব্রিটেনের প্রাইম মিনিস্টার বরিস জনসন জানিয়েছেন, ব্রিটেনে ছড়িয়ে পড়া স্ট্রেন সাংঘাতিক সংক্রামক ও অনেক বেশি মারণাত্মক।

ABOUT THE AUTHOR

...view details