দিল্লি, 27 জানুয়ারি : ব্রিটেনের করোনা স্ট্রেন প্রতিহত করতে দারুণ কার্যকর কোভ্যাক্সিন। এমনই দাবি করল এই টিকার প্রস্তুতকারক ভারত বায়োটেক।
চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের থেকে 70 গুণ বেশি সংক্রামক করোনা স্ট্রেন। বুধবার ভারত বায়োটেক টুইট করে জানিয়েছে, ''ব্রিটেনের ভ্যারিয়েন্ট সার্স-কোভ-2-কে প্রতিহত করতে সক্ষম কোভ্যাক্সিন।'' টুইটের সঙ্গে একটি গবেষণা থেকে উঠে আসা তথ্যের লিংকও দিয়েছে তারা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজির বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন। তবে এই রিপোর্ট এখনও যাচাই করে দেখা হয়নি।
এখনও পর্যন্ত ভারতে দেড়শো জনের শরীরে মিলেছে ইউকে স্ট্রেন। গত সপ্তাহে অনলাইন আর্কাইভ bioRxiv.org-তে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন কোম্পানি ফাইজার ও তাদের জার্মান বন্ধু বায়োএনটেকের তৈরি টিকাও এই স্ট্রেনের সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে।