পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

AIIMS-এ অস্থায়ী আদালত, উন্নাও নির্যাতিতার বয়ান রেকর্ড

হাসপাতালেই অস্থায়ী আদালত গড়ে তোলা হয়েছে আজ ৷ নিগৃহীতার বয়ান রেকর্ড করতে দিল্লির AIIMS হাসপাতালে এসেছেন বিচারক ৷

উন্নাও

By

Published : Sep 11, 2019, 12:54 PM IST

দিল্লি, 11 সেপ্টেম্বর : উন্নাও নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর৷ এদিকে আদালতে মামলা চলছে ৷ গণধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর ভাই ৷ নিগৃহীতার বয়ান রেকর্ড করতে দিল্লির AIIMS হাসপাতালে এসেছেন বিচারক ৷ সেখানেই আজ এই মামলার শুনানি হচ্ছে ৷

হাসপাতালেই অস্থায়ী আদালত গড়ে তোলা হয়েছে আজ ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে অত্যন্ত কড়া নির্দেশ জারি রয়েছে নির্যাতিতার শারীরিক অবস্থার দিকে নজর রাখা নিয়েও ৷ আদালত বলেই দিয়েছে, নির্যাতিতাকে যেন ট্রলি-স্ট্রেচারে নিয়ে আসা হয় ৷ তাঁর মুখ যেন থাকে বিচারকের দিকে ৷ তাঁর পাশে একজন নার্স থাকছেন ৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করছেন জেলা বিচারক ধর্মেশ শর্মা ৷

চলতি বছরের জুলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে উন্নাওয়ের এই নির্যাতিতা । নিগৃহীতা, তাঁর পরিবার এবং তাঁদের আইনজীবী একটি গাড়ি করে রায়বরেলি আসার পথে দুর্ঘটনা ঘটে৷ একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে । ট্রাকটির নম্বর প্লেটে কালো রং করা ছিল, এতে বাড়ে সন্দেহ ৷ উদ্দেশ্যপ্রণোদিত বলা হয় দুর্ঘটনাকে । এই দুর্ঘটনার জেরে প্রাণ যায় নির্যাতিতার 2 আত্মীয়ের । নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে আসা হয় নিগৃহীতাকে ।

2017 সালে তিনি যখন নাবালিকা ছিলেন, উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই যুবতি । কুলদীপ আপাতত জেলে । তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে BJP ৷ আজ শুনানির জন্য কুলদীপও হাসপাতালে পৌঁছেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details