পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আদালত দোষীদের অধিকারের কথা ভাবছে : নির্ভয়ার মা - দিল্লি ধর্ষণ কাণ্ড

পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশের পর ফের আশাহত নির্ভয়ার মা আশাদেবী । বিচার চলাকালীন বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি । তাঁর অভিযোগ, আদালত দোষীদের অধিকারের দিকটাই দেখছে ।

Nirbhaya
নির্ভয়ার মা

By

Published : Dec 18, 2019, 7:13 PM IST

দিল্লি, 18 ডিসেম্বর : সাত বছরের লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে আজ খানিকটা স্বস্তি পেয়েছিলেন । তিনি যে খুশি সেকথাও জানিয়েছিলেন । কিন্তু পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশের পর ফের আশাহত নির্ভয়ার মা আশাদেবী । বিচার চলাকালীন বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি । তাঁর অভিযোগ, আদালত দোষীদের অধিকারের দিকটাই দেখছে ।

নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চার জনের মধ্যে অক্ষয় কুমার সিংহের প্রাণভিক্ষার আর্জি আজ খারিজ করে সুপ্রিম কোর্ট । আদালত জানায়, মূল বিচারের মধ্যে কোথাও ভুল নেই । তাই পুনর্বিবেচনার দরকার নেই । সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর নির্ভয়ার মা আশাদেবী বলেন, "আমি খুশি ।"

আশাদেবীর এই খুশি বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি । সুপ্রিম কোর্ট অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছে ঠিকই , কিন্তু বাধ সাধে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আজ সেখানেও এই একই মামলার শুনানি ছিল । সেই শুনানি 7 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয় । পাশাপাশি বিচারকের নির্দেশ, দোষীরা যাতে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারে সেজন্য তিহার জেল কর্তৃপক্ষকে নতুন করে নোটিস দিতে হবে । প্রাণভিক্ষার আর্জি জানানোর এই সময়সীমা দেওয়া হয়েছে এক সপ্তাহ ৷

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পরই বিচারকের সামনে কেঁদে ফেলেন নির্ভয়ার মা । তাঁকে সান্ত্বনা দিয়ে বিচারক বলেন, "আপনার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে । আমরা জানি, একজনের মৃত্যু হয়েছে । কিন্তু দোষীদেরও অধিকার রয়েছে । আমরা আপনার কথা শোনার জন্য এখানে রয়েছি । কিন্তু আমাদের হাত আইন বেঁধে রেখেছে ।"

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পর ভেঙে পড়েন নির্ভয়ার মা । আদালত থেকে বেরিয়ে বলেন, "আদালত শুধু ওদের (দোষীদের) অধিকারের কথা ভাবছে । আমাদের নয় । পরবর্তী শুনানিতেও যে রায় দেওয়া হবে তার কোনও নিশ্চয়তা নেই ।" নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহের বক্তব্য, "সুপ্রিম কোর্ট প্রাণভিক্ষার আর্জি (দোষী অক্ষয়কুমার সিংহ) খারিজ করেছে । কিন্তু আমরা এখনও পুরোপুরি সন্তুষ্ট নই । যতক্ষণ না পাতিয়ালা হাউজ় কোর্ট মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করছে ততক্ষণ আমরা সন্তুষ্ট হব না ।"

ABOUT THE AUTHOR

...view details