পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

22 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল লালুপ্রসাদ যাদবের জামিনের শুনানি

সিবিআইয়ের তরফে পেশ করা সাপ্লিমেন্টারি হলফনামার জবাব দিতে তাঁর ছয় সপ্তাহ সময় লাগবে । এদিন আদালতে জানান লালুপ্রসাদের আইনজীবী দেবর্ষি মণ্ডল। সেই আবেদনে সহমতপোষণ করেন সিবিআইয়ের আইনজীবী ।

court-defers-lalu-prasads-bail-hearing-in-fodder-scam-case-till-january-22
22 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল লালুপ্রসাদ যাদবের জামিনের শুনানি

By

Published : Dec 11, 2020, 5:28 PM IST

রাঁচি, 11 ডিসেম্বর : পশুখাদ্য় দুর্নীতি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জামিনের শুনানি ছসপ্তাহের জন্য় পিছিয়ে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট । শুক্রবার লালুর আইনজীবীর আবেদনের ভিত্তিতে শুনানি পিছিয়ে দেন বিচারপতি । অবিভক্ত বিহারের মুখ্য়মন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ যাদব দুমকা ট্রেজ়ারি থেকে 3.13 কোটি টাকা বেআইনিভাবে তুলেছিলেন ।

লালুপ্রসাদের আইনজীবী দেবর্ষি মণ্ডল এদিন আদালতে জানান, সিবিআইয়ের তরফে পেশ করা সাপ্লিমেন্টারি হলফনামার জবাব দিতে তাঁর ছয় সপ্তাহ সময় লাগবে । লালুপ্রসাদের আইনজীবীর আবেদনে সহমতপোষণ করেন সিবিআইয়ের আইনজীবীও ।

এরপরেই আগামী 22 জানুয়ারি বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন । বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে আদালতে পশুখাদ্য় দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি হলফনামা পেশ করা হয় । যেখানে বলা হয়েছে, লালুপ্রসাদ যাদব জেলের নিয়ম ভঙ্গ করেছেন । এমনকী সিবিআইয়ের তরফে এও জানানো হয়েছে, বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে । আর তাই লালুপ্রসাদ যাদবকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে রাঁচির জেলে পাঠানো হোক ।

আরও পড়ুুন : ভাইদের কাছে অনুপ্রেরণা দিদি, দিদির অনুপ্রেরণা লালু : দিলীপ

লালুপ্রসাদের বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতি মামলা রয়েছে । সেখানে প্রায় 950 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে । সেই মামলাগুলিতে ইতিমধ্য়েই তিনি জামিন পেয়ে গিয়েছেন । 2018 সালের 24 মার্চ সিবিআইয়ের বিশেষ আদালত লালুপ্রসাদ যাদবকে 14 বছরের কারাদণ্ডের সাজা দেয় ।

ABOUT THE AUTHOR

...view details