ভোপাল, 29 জুন : PM কেয়ারস ফান্ডে অনুদান দিয়েছে চিনা কম্পানি । গতকালই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি । আজ BJP-র পক্ষ থেকে পালটা প্রশ্ন তোলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান BJP নেতা শিবনাথ সিং চৌহান। কংগ্রেসের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ভারতবাসী জানতে চাইছে কেন চিনের কাছ থেকে টাকা নিয়েছিল রাজীব গান্ধি ফাউন্ডেশন ?
"দেশবাসী জানতে চায় কেন রাজীব গান্ধি ফাউন্ডেশন চিনের কাছ থেকে টাকা নিয়েছিল ?" - Chhattisgarh Jan Samvad programme
কংগ্রেসকে আক্রমণ BJP নেতা শিবনাথ সিং চৌহানের । তাঁর প্রশ্ন, " কেন চিনের কাছ থেকে টাকা নিয়েছিল রাজীব গান্ধি ফাউন্ডেশন।"
তিনি বলেন, "সোনিয়া গান্ধিকে জবাব দিতে হবে, রাজীব গান্ধি ফাউন্ডেশন কেন সেদেশ থেকে টাকা নিয়েছিল। আসলে ওরা চিন থেকে অনুদান পেয়েছিল । এরপরই ওরা চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে । কংগ্রেসের উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া । দেশের সুরক্ষায় তাদের আর কোনও কথা বলার অধিকার নেই । 2005-2006 সালে চিন কংগ্রেসকে 90 লাখ টাকার অনুদান দিয়েছিল । কংগ্রেসের কি লজ্জা আছে ? সেই সময় কংগ্রেসে সভাপতিত্ব করতেন সোনিয়া গান্ধি । জওহরলাল নেহরু রাষ্ট্রসংঘে চিনকে স্থায়ী সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন । বর্তমান প্রধানমন্ত্রী বর্ডারে রাস্তা তৈরির কথা বললে চিন আজ হতবাক কেন? ভারত হল বিশ্বের একমাত্র দেশ যে পারে ভবিষ্যতে চিনের থেকে এগিয়ে যেতে । "
শিবরাজ সিং চৌহানের বক্তব্য, "জওহরলাল নেহরু "হিন্দি-চিনি ভাই ভাই" স্লোগান দিয়েছিলেন । তবে পরবর্তীকালে তিনি নিজেই জানতেন না যে 1962 সালে চিনারা কখন ভারতের ভূখণ্ডে প্রবেশ করে গেছে । চিন যখন ভারতে প্রবেশ করে কংগ্রেস পার্লামেন্টে বলেছিল যেখানে ঘাস পর্যন্ত জন্মায় না সেখানকার জমি নিয়ে ওরা কী করবে ? কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান পরিস্থিতি ভিন্ন । চিন ভুলে গেছে এই ভারত 1962 সালের নয়। এই ভারত মোদির ভারত । আমরা সবসময় শান্তির পক্ষে । কাউকে উস্কানি দেব না । তবে কেউ যদি আমাদের উস্কে দেয় তবে আমরা তাদের ছেড়ে দেব না ।দেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রী পরিশ্রম করে চলেছেন । প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত গঠিত হচ্ছে । "