পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, CAA আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি

CAA সংক্রান্ত কোনও শুনানি এখন নয়। যাবতীয় হিংসা থামার পরই এবিষয়ে শুনানি হবে । আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

s.a bobde
ছবি

By

Published : Jan 9, 2020, 7:58 PM IST

Updated : Jan 9, 2020, 8:06 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : সাংবিধানিক বলে ঘোষণা করা হোক নাগরিকত্ব সংশোধনী (2019) আইনকে । এই দাবিতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা নামে এক আইনজীবী । আজ তার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় এরকম পিটিশন কোনও কাজে আসবে না । পাশাপাশি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, হিংসা থামার পরই এই বিষয়ে যাবতীয় শুনানি হবে ।

CAA-কে সাংবিধানিক বলে ঘোষণা করতে হবে । পাশাপাশি যে সব সমাজকর্মী, পড়ুয়া ও সংবাদমাধ্যমগুলি গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে । এই দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন বিনীত ধানদা । আজ শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, সংসদে পাশ করা আইনটি যে সাংবিধানিক তা আমরা কীভাবে ঘোষণা করতে পারি? সংবিধানের একাধিক বিষয় রয়েছে । এক সময় আপনি যদি আইনের ছাত্র থেকে থাকেন, তাহলে বিষয়টি আপনার জানা উচিত । এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ । তাই শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করা উচিত । তাই এইসব আবেদন এখন কোনও কাজে আসবে না ।

আদালতের কাজ হল একটি আইনের বৈধতা যাচাই করা । সেটি সাংবিধানিক কি না তা ঘোষণা করা নয় । আজ একথা স্পষ্ট জানিয়ে দেয় প্রধান বিচারপতি, বি আর গভাই ও সূর্যকান্তর বেঞ্চ ।

Last Updated : Jan 9, 2020, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details