পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 8, 2020, 7:52 PM IST

Updated : Apr 8, 2020, 8:17 PM IST

ETV Bharat / bharat

বেসরকারি ল্যাবরেটরিতেও বিনামূল্যে কোরোনা পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

সরকারি হোক বা বেসরকারি যেকোনও ল্যাবরেটরিতেই বিনামূল্যে কোরোনা পরীক্ষা করতে হবে ৷ আজ সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয় ৷

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

দিল্লি, 8 এপ্রিল : দেশে কোথাও কোরোনা পরীক্ষার জন্য কোনও টাকা নেওয়া যাবে না ৷ আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, সরকারি হোক বা বেসরকারি যেকোনও ল্যাবরেটরিতেই বিনামূল্যে কোরোনা পরীক্ষা করতে হবে ৷

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, NABL স্বীকৃত ল্যাবরেটরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ICMR স্বীকৃত ল্যাবরেটরিতেই কোরোনা পরীক্ষা করাতে হবে ৷ পরে এই ল্যাবরেটরিগুলিকে সরকারের তরফে অর্থ দেওয়া হবে কি না তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, "এই সংকটের সময় জনহিতকর সেবা বাড়িয়ে মহামারী আটকাতে ল্যাবরেটরিগুলি ও বেসরকারি হাসপাতালগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷" আজ দিনের শুরুতে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল, কেন্দ্রের এমন একটি ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোরোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলিতে সাধারণ মানুষের থেকে বেশি টাকা না নেওয়া হয় ৷ ল্যাবরেটরিগুলিকে প্রয়োজনীয় টাকা সরকার দেবে ৷

বিচারপতি অশোক ভূষণ ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চকে কেন্দ্রের তরফে জানানো হয়, প্রতিদিন 118টি ল্যাবরেটরিতে প্রায় 15 হাজার পরীক্ষা করা হচ্ছে ৷ এছাড়া পরিস্থিতি সামাল দিতে 47টি বেসরকারি ল্যাবরেটরিতেও এই পরীক্ষা করা হচ্ছে ৷

দেশের নাগরিকদের বিনামূল্যে কোরোনা পরীক্ষার সুবিধা দেওয়ার জন্য আইনজীবী শশাঙ্ক দেও সুধি-র দায়ের করা আবেদনের আজ শুনানি ছিল শীর্ষ আদালতে ৷ কোরোনা পরীক্ষার খরচ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা বিনামূল্যে করার আবেদন জানিয়েছিলেন শশাঙ্ক ৷

কেন্দ্রের তরফে সলিসিটার জেনেরাল তুষার মেহতা আদালতে বলেন, এই সময় সরকারের কতগুলি ল্যাবরেটরি প্রয়োজন ও এই লকডাউন আরও কতদিন চলবে তা বলা যাচ্ছে না ৷ সেই সময় ডিভিশন বেঞ্চ পরামর্শ দেয়, বেসরকারি ল্যাবরেটরিগুলি যাতে বেশি পরিমাণে চার্জ না নেয় সেদিকে কেন্দ্রের নজর রাখা উচিত ৷ ল্যাবরেটরিগুলিকে তা শোধ দেওয়ার জন্য কেন্দ্রের একটি ব্যবস্থা করা উচিত ৷

শশাঙ্কর দায়ের করা আবেদনে 3 এপ্রিল কেন্দ্র ও অন্যান্য কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট ৷ শশাঙ্ক সারা দেশে ক্রমবর্ধমান মৃত্যুর হার ও আক্রান্তের হারের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে কোরোনা পরীক্ষার সুযোগ বাড়ানোর জন্য একটি নির্দেশও চেয়েছেন ৷

Last Updated : Apr 8, 2020, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details