পটনা, 10 এপ্রিল : নেপাল সীমান্ত দিয়ে দেশে ঢুকছে কোরোনায় সংক্রমিতরা । এই নিয়ে ইতিমধ্যেই সশস্ত্র সীমা বলের তরফে সতর্কও করা হয়েছে । বিহার সংলগ্ন নেপাল সীমান্ত দিয়েই দেশে ঢুকছে তারা । SSB-র ওই সতর্কবার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসেছেন বিহারের বেটিয়ার জেলাশাসক কুন্দন কুমার । নারকাটিয়াগঞ্জ ও বেটিয়া জেলার সমস্ত আধিকারিকদের এই সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন তিনি ।
চিঠিতে তিনি লিখেছেন, সশস্ত্র সীমা বলের 47 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁকে জানিয়েছেন, কোরোনা আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এমন প্রায় 40-50 জন নেপাল থেকে দেশে প্রবেশ করেছে । এদেশে কোরোনার সংক্রমণ ছড়ানোই তাঁদের উদ্দেশ্য । সংবাদমাধ্যমের একাংশের প্রকাশ, 3 এপ্রিল SSB-র পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, জালিম মুখিয়া নামের এক ব্যক্তি এই গোটা ঘটনার নেতৃত্বে রয়েছে । ওই ব্যক্তির বিরুদ্ধে ভারত-নেপাল সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগও রয়েছে বলে চিঠিতে লেখা হয়েছে ।