পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেপাল সীমান্ত দিয়ে দেশে ঢুকছে কোরোনা আক্রান্তরা ?

কোরোনা আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এমন প্রায় 40-50 জন নেপাল থেকে দেশে প্রবেশ করেছে । এদেশে কোরোনার সংক্রমণ ছড়ানোই তাঁদের উদ্দেশ্য । সতর্ক করল SSB ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 7:01 PM IST

পটনা, 10 এপ্রিল : নেপাল সীমান্ত দিয়ে দেশে ঢুকছে কোরোনায় সংক্রমিতরা । এই নিয়ে ইতিমধ্যেই সশস্ত্র সীমা বলের তরফে সতর্কও করা হয়েছে । বিহার সংলগ্ন নেপাল সীমান্ত দিয়েই দেশে ঢুকছে তারা । SSB-র ওই সতর্কবার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসেছেন বিহারের বেটিয়ার জেলাশাসক কুন্দন কুমার । নারকাটিয়াগঞ্জ ও বেটিয়া জেলার সমস্ত আধিকারিকদের এই সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন তিনি ।

চিঠিতে তিনি লিখেছেন, সশস্ত্র সীমা বলের 47 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁকে জানিয়েছেন, কোরোনা আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এমন প্রায় 40-50 জন নেপাল থেকে দেশে প্রবেশ করেছে । এদেশে কোরোনার সংক্রমণ ছড়ানোই তাঁদের উদ্দেশ্য । সংবাদমাধ্যমের একাংশের প্রকাশ, 3 এপ্রিল SSB-র পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, জালিম মুখিয়া নামের এক ব্যক্তি এই গোটা ঘটনার নেতৃত্বে রয়েছে । ওই ব্যক্তির বিরুদ্ধে ভারত-নেপাল সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগও রয়েছে বলে চিঠিতে লেখা হয়েছে ।

এদিকে বিহারের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব আমির সুভানি জানিয়েছেন, "আমাদের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না ।" SSB-র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

কোরোনাকে যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে, সেই নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের । বলেছিলেন, "COVID-19 দেখিয়ে দিল আমরা কতটা অপ্রস্তুত । প্রস্তুতির দুর্বলতা জৈবসন্ত্রাসবাদীদের উৎসাহিত করতে পারে । সন্ত্রাসবাদী সংগঠনগুলো এই সময় সক্রিয় হয়ে উঠতে পারে । তারা জৈব মারণাস্ত্র ব্যবহার করে বিশ্বব্যপী ধ্বংসলীলা চালাতে পারে ।"

রাষ্ট্রসংঘের মহাসচিব যে আশঙ্কার কথা বলেছিলেন, তাকেই আরও কিছুটা বাড়িয়ে দিল SSB-র এই সতর্কবার্তা ।

ABOUT THE AUTHOR

...view details