পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কোরোনা রোগী

রবিবার থেকে শ্রীনিবাসনের পেটের যন্ত্রণা বেড়ে যায় । ওষুধ দিয়েও তাঁর যন্ত্রণা কমছিল না। হাসপাতালে শ্রীনিবাসনের সঙ্গে থাকা রোগীরা তাঁকে শেষবার দেখেছিলেন রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ ।

coronavirus-patient-found-hanging-in-thrissur-medical-college
কেরালায় আত্মঘাতী কোরোনা আক্রান্ত রোগী

By

Published : Nov 2, 2020, 9:21 PM IST

ত্রিশুর (কেরালা), 2 নভেম্বর : গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন কোরোনা আক্রান্ত এক রোগী । সোমবার ঘটনাটি ঘটেছে ত্রিশুর মেডিকেল কলেজে। বছর 57-র ওই ব্যক্তির নাম শ্রীনিবাসন। বৃহস্পতিবার কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর অগ্নাশয়ে সমস্যা ছিল। তার জন্য পেটে যন্ত্রণাও হচ্ছিল তাঁর।

রবিবার থেকে শ্রীনিবাসনের পেটের যন্ত্রণা বেড়ে যায় । ওষুধ দিয়েও তাঁর যন্ত্রণা কমছিল না। হাসপাতালে শ্রীনিবাসনের সঙ্গে থাকা রোগীরা তাঁকে শেষবার দেখেছিলেন রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ । এরপর আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের শৌচাগারের জানালার গ্রিলে শ্রীনিবাসনের দেহ ঝুলে থাকতে দেখেন সেখানকার কর্মীরা । হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানান, অগ্নাশয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরেই হয়ত আত্মহত্যা করেছেন তিনি।

তবে, পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে । এর আগে জুন মাসে 2 কোরোনা আক্রান্ত রোগী এই মেডিকেল কলেজে আত্মহত্যা করেছিলেন।

ABOUT THE AUTHOR

...view details